১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

কোহলির ৮৪তম সেঞ্চুরি, সিরিজ জিততে বড় পুঁজি ভারতের

নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

রায়পুরে বুধবার (৩ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হয়ে কোহলির পাশাপাশি প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন লোকেশ রাহুল। তাতে সিরিজ জিততে বড় পুঁজি পেইয়েছে ভারত।

নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৩৫৮ রান। প্রথম ম্যাচে ১৭ রানে হারা দক্ষিণ আফ্রিকাকে সিরিজ বাঁচাতে ওভারপ্রতি করতে হবে ৭.১৮ রান।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য খুব একটা ভালো করতে পারেনি ভারত। দলের খাতায় ৬২ রান যোগ হতেই দুই ওপেনারকে হারায় তারা। ৮ বলে ১৪ রান করে রোহিত শর্মা আর ৩৮ বলে ২২ রান করে বিদায় নেন যশস্বী জয়সওয়াল। এরপর তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে তোলেন কোহলি ও রুতুরাজ। প্রোটিয়া বোলারদের কোনো পাত্তা না দিয়ে চার-ছক্কার ফোয়ারা বইয়ে দেন ২২ গজে। ১৯৫ রানের জুটিতে দুজনেই পান সেঞ্চুরির দেখা।

৮৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৫ রান করে দলীয় ২৫৭ রানে বিদায় নেন রুতুরাজ। অন্যদিকে ৯৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ১০২ রান করে আউট হন কোহলি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে ৫৩তম সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৪তম শতক এটি। টেস্টে ৩০ আর টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি রয়েছে তার। এ দুই ফরম্যাটকে বিদায় জানানোয় এখন তার ১০০ সেঞ্চুরির পথে হাঁটার একমাত্র রাস্তা ওয়ানডে ক্রিকেট। গত ম্যাচেও ১৩৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন কোহলি।

রুতুরাজ ও কোহলির বিদায়ের পর শেষদিকে ঝড় তোলেন লোকেশ রাহুল। ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে সঙ্গ দেওয়া রবীন্দ্র জাদেজা ২৭ বলে ২ চারের মারে ২৪ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি ও নন্দ্রে বার্গার।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
১৪

কোহলির ৮৪তম সেঞ্চুরি, সিরিজ জিততে বড় পুঁজি ভারতের

আপডেট: ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

রায়পুরে বুধবার (৩ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হয়ে কোহলির পাশাপাশি প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন লোকেশ রাহুল। তাতে সিরিজ জিততে বড় পুঁজি পেইয়েছে ভারত।

নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৩৫৮ রান। প্রথম ম্যাচে ১৭ রানে হারা দক্ষিণ আফ্রিকাকে সিরিজ বাঁচাতে ওভারপ্রতি করতে হবে ৭.১৮ রান।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য খুব একটা ভালো করতে পারেনি ভারত। দলের খাতায় ৬২ রান যোগ হতেই দুই ওপেনারকে হারায় তারা। ৮ বলে ১৪ রান করে রোহিত শর্মা আর ৩৮ বলে ২২ রান করে বিদায় নেন যশস্বী জয়সওয়াল। এরপর তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে তোলেন কোহলি ও রুতুরাজ। প্রোটিয়া বোলারদের কোনো পাত্তা না দিয়ে চার-ছক্কার ফোয়ারা বইয়ে দেন ২২ গজে। ১৯৫ রানের জুটিতে দুজনেই পান সেঞ্চুরির দেখা।

৮৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৫ রান করে দলীয় ২৫৭ রানে বিদায় নেন রুতুরাজ। অন্যদিকে ৯৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ১০২ রান করে আউট হন কোহলি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে ৫৩তম সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৪তম শতক এটি। টেস্টে ৩০ আর টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি রয়েছে তার। এ দুই ফরম্যাটকে বিদায় জানানোয় এখন তার ১০০ সেঞ্চুরির পথে হাঁটার একমাত্র রাস্তা ওয়ানডে ক্রিকেট। গত ম্যাচেও ১৩৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন কোহলি।

রুতুরাজ ও কোহলির বিদায়ের পর শেষদিকে ঝড় তোলেন লোকেশ রাহুল। ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে সঙ্গ দেওয়া রবীন্দ্র জাদেজা ২৭ বলে ২ চারের মারে ২৪ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি ও নন্দ্রে বার্গার।