সুষ্ঠু নির্বাচনের জন্য সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পথে ভবিষ্যতে যত চ্যালেঞ্জ আসুক, তা মোকাবেলা করতে প্রস্তুত। সুষ্ঠু সুন্দর পরিবেশ ইনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে নেব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।”
সোমবার(১৭ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনের স্বাগত বক্তব্যে একথা বলেন তিনি। রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে সকালের পর্বে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।
সিইসি বলেন, “একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করে যাব। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। আমরা সেভাবেই কাজ করছি; সেভাবে কাজ করছি। যত ঝঞ্ঝা, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন—আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ ইনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে নেব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।”
এএমএম নাসির উদ্দিন বলেন, “অনেকগুলো নতুন, অথচ জায়গ্যান্টিক এবং কমপ্লেক্স টাস্ক আমাদের ঘাড়ে এসে পড়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু হাল ছাড়ি নাই—এগিয়ে যাচ্ছি। সেদিন আমি বলছিলাম যে ঝঞ্ঝাবিক্ষুব্ধ জাহাজের নাবিকের মত আমরা স্টিয়ারিং করে, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা এ পর্যন্ত এগিয়ে আসছি।”
আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে দলগুলোর সহায়তাই মূল লক্ষ্য উল্লেখ করে সিইসি বলেন, “আপনাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোন নির্বাচন করা যাবে না। এটা একদম নিশ্চিত। রাজনৈতিক দল না চাইলে—রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায়—তাহলে দেখবেন যে হয়তো একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকে যায়।”
সিইসি জানান, এটা একটা রেওয়াজের অংশ। সব সময় জাতীয় নির্বাচনের আগে অংশীজনের সাথে আলোচনা করা হয়। এরমধ্যে প্রধান স্টেকহোল্ডার রাজনৈতিক দল।
“দেশটা তো আমাদের সবার। এই সুন্দর একটা দেশ রেখে দিতে গেলে এর একটা প্রাথমিক শর্ত হচ্ছে যে একটা সুন্দর নির্বাচন। এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে যদি একটা প্রতিনিধি নির্বাচন করে তাদের কাছে হস্তান্তর করা যায় দেশটাকে—তাহলে আমার মনে হয় দেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে। এক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করি এবং আমি প্রত্যাশা করি এই সহযোগিতা আমরা পাব” বলেন সিইসি।















