০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

আ’লীগের কর্মসূচি ঘিরে অবরোধ-অগ্নিসংযোগ, গ্রেপ্তার প্রায় ২ হাজার

নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সড়ক অবরোধ, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাম্প্রতিক নাশকতার কারণে সকালে রাজধানীতে গণপরিবহন কম ছিল, যদিও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

ঢাকায় আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে সড়কের বিভিন্ন মোড়ে বিএনপি–জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মীরা পাহারা দেয়। দূরপাল্লার গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও ভোরে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও খুলনা মহাসড়কে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা গাছ ফেলে অবরোধ তৈরি করেন, যা পরে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীরা সরিয়ে নেয়।

ঢাকা, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে পাঁচটি যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তা জোরদার রেখে রাজধানীর বিভিন্ন মোড়ে তল্লাশি চৌকি বসায় পুলিশ, র‌্যাব ও বিজিবি। যাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, সায়েন্সল্যাব, গাবতলীসহ এলাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম।

ধানমণ্ডি ও গুলিস্তানে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পুলিশ। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিত্যক্ত ব্যানার জড়ো করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। মিরপুরে ককটেলসহ একজনকে আটক করা হয়। নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি।

এদিকে লকডাউনকে কেন্দ্র করে রাত থেকে ভোর পর্যন্ত রাজধানীসহ চার জেলায় পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ হয়। পল্লবী, কমলাপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জে এসব অগ্নিকাণ্ড ঘটে; ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কর্মসূচিকে ঘিরে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৩ জনসহ সারা দেশে ১,৯২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ১,০৭২ জন বিভিন্ন মামলার আসামি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
২৭

আ’লীগের কর্মসূচি ঘিরে অবরোধ-অগ্নিসংযোগ, গ্রেপ্তার প্রায় ২ হাজার

আপডেট: ১১:১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সড়ক অবরোধ, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাম্প্রতিক নাশকতার কারণে সকালে রাজধানীতে গণপরিবহন কম ছিল, যদিও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

ঢাকায় আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে সড়কের বিভিন্ন মোড়ে বিএনপি–জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মীরা পাহারা দেয়। দূরপাল্লার গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও ভোরে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও খুলনা মহাসড়কে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা গাছ ফেলে অবরোধ তৈরি করেন, যা পরে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীরা সরিয়ে নেয়।

ঢাকা, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে পাঁচটি যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তা জোরদার রেখে রাজধানীর বিভিন্ন মোড়ে তল্লাশি চৌকি বসায় পুলিশ, র‌্যাব ও বিজিবি। যাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, সায়েন্সল্যাব, গাবতলীসহ এলাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম।

ধানমণ্ডি ও গুলিস্তানে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পুলিশ। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিত্যক্ত ব্যানার জড়ো করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। মিরপুরে ককটেলসহ একজনকে আটক করা হয়। নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি।

এদিকে লকডাউনকে কেন্দ্র করে রাত থেকে ভোর পর্যন্ত রাজধানীসহ চার জেলায় পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ হয়। পল্লবী, কমলাপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জে এসব অগ্নিকাণ্ড ঘটে; ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কর্মসূচিকে ঘিরে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৩ জনসহ সারা দেশে ১,৯২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ১,০৭২ জন বিভিন্ন মামলার আসামি।