০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ক্রিকেটারদের দেশত্যাগে মানা, পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের সূচিতে পরিবর্তন

নিউজ ডেস্ক

গত মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হন।

এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চেয়েছিলও, যা শ্রীলঙ্কার বোর্ড নিশ্চিত করেছে। তবে খেলোয়াড়দের পাকিস্তানেই থাকার জন্য কড়া বার্তা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তার পাশাপাশি পাকিস্তান ও শ্রীলঙ্কার চলমান সিরিজে পরিবর্তন আনা হয়েছে।

ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী যে বোমা হামলা হয়েছে, তা রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে। এমন অবস্থায় পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চেয়েছিল লঙ্কান বেশকিছু ক্রিকেটার। তবে তাদের দেশত্যাগ করতে বারণ করেছে এসএলসি।

এসএলসি তাদের বিবৃতিতে বলেছে, ‘যদি কোনো খেলোয়াড় বা স্টাফ সদস্য বোর্ডের নির্দেশ উপেক্ষা করে দেশে ফেরে, তবে তাদের কর্মকাণ্ড মূল্যায়নে আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে এবং পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

এমন পরিস্থিতিতে সিরিজের বাকি দুই ওয়ানডে এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ নভেম্বর। পূর্বের সূচিতে ১৩ ও ১৫ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ রানে হারায় পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের শেষ দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষে পাকিস্তানে স্বাগতিক দল ও জিম্বাবুয়ের সঙ্গে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজও খেলার কথা শ্রীলঙ্কার।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
১৫

ক্রিকেটারদের দেশত্যাগে মানা, পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের সূচিতে পরিবর্তন

আপডেট: ১২:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

গত মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হন।

এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চেয়েছিলও, যা শ্রীলঙ্কার বোর্ড নিশ্চিত করেছে। তবে খেলোয়াড়দের পাকিস্তানেই থাকার জন্য কড়া বার্তা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তার পাশাপাশি পাকিস্তান ও শ্রীলঙ্কার চলমান সিরিজে পরিবর্তন আনা হয়েছে।

ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী যে বোমা হামলা হয়েছে, তা রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে। এমন অবস্থায় পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চেয়েছিল লঙ্কান বেশকিছু ক্রিকেটার। তবে তাদের দেশত্যাগ করতে বারণ করেছে এসএলসি।

এসএলসি তাদের বিবৃতিতে বলেছে, ‘যদি কোনো খেলোয়াড় বা স্টাফ সদস্য বোর্ডের নির্দেশ উপেক্ষা করে দেশে ফেরে, তবে তাদের কর্মকাণ্ড মূল্যায়নে আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে এবং পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

এমন পরিস্থিতিতে সিরিজের বাকি দুই ওয়ানডে এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ নভেম্বর। পূর্বের সূচিতে ১৩ ও ১৫ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ রানে হারায় পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের শেষ দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষে পাকিস্তানে স্বাগতিক দল ও জিম্বাবুয়ের সঙ্গে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজও খেলার কথা শ্রীলঙ্কার।