০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫

নিউজ ডেস্ক

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে অন্তত ১৫ জন শিক্ষক আহত হন।

পুলিশ ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, আজ দুপুরে শিক্ষকরা সচিবালয় অভিমুখে মিছিল বের করেন। তবে প্রেসক্লাবের সামনে এসে পুলিশ তাদেরকে রুখে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শিক্ষকদের ছত্রভঙ্গ করা হয়।

শিক্ষকরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবিগুলো হলো-
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ দ্রুত কার্যকর করা।
২. এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যাচাই-বাছাই ফাইল দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন প্রকাশ করা।
৩. স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা।
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসাগুলোতে প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা।
৫. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করা।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় শিক্ষকেরা বুধবার ভুখা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
২৪

আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫

আপডেট: ০৯:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে অন্তত ১৫ জন শিক্ষক আহত হন।

পুলিশ ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, আজ দুপুরে শিক্ষকরা সচিবালয় অভিমুখে মিছিল বের করেন। তবে প্রেসক্লাবের সামনে এসে পুলিশ তাদেরকে রুখে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শিক্ষকদের ছত্রভঙ্গ করা হয়।

শিক্ষকরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবিগুলো হলো-
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ দ্রুত কার্যকর করা।
২. এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যাচাই-বাছাই ফাইল দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন প্রকাশ করা।
৩. স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা।
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসাগুলোতে প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা।
৫. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করা।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় শিক্ষকেরা বুধবার ভুখা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন।