শাকিলের পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে
এম জি বাবর
বেগমগঞ্জে পুড়ে দেয়া ঘর পুনঃনির্মাণ করতে না পারায় যুবলীগ নেতার পরিবার খোলা আকাশের নিচে
বেগমগঞ্জে যুবলীগ নেতা শাকিলের বসতঘরে সন্ত্রাসী বাহিনী পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করার ১৫ দিন পরেও আর্থিক অভাবে পুনঃনির্মাণ করতে না পারায় তার পরিবার খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। ঘটনার পর বেগমগঞ্জ থানায় মামলা করার পর আসামীরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি আতঙ্কে রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার ০৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের মোসাকপুর গ্রামের বড় বাড়ী নিবাসী ও ওমান প্রবাসী খোরশেদ আলমের পুত্র যুবলীগ নেতা মোঃ শাকিল মাহমুদ (২৭) কে হত্যার উদ্দেশ্যে স্থানীয় রুবেল বাহিনীর সদস্যরা ১৫ই আগস্ট তার বাড়িতে ঢুকে তাকে না পেয়ে তার মা বাবা সহ পরিবারের সকল সদস্যদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরটি সম্পূর্ণ ভাবে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। এতে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়। বর্তমানে ঘরটি পুনঃনির্মাণ করতে না পারায় তার পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। অপরদিকে ঘটনার পর তার মা শিরিন আক্তার বেগমগঞ্জ মডেল থানার মামলা নং ১৬ তারিখ ১৬/০৮/২০২৫ইং দায়ের করার পর মিহির (২৩) মহিদুল ইসলাম (২০) নামে দুই আসামী গ্রেপ্তার হলেও আদালত তাদের জামিন দেয়।
মামলার বাদীনি শিরিন আক্তার বলেন
মামলা তুলে নিতে আসামীরা নানা রকম হুমকি দিয়ে আসছে। পাশাপাশি অর্থের অভাবে পুড়িয়ে দেওয়া বসতঘর পুনঃনির্মাণ করতে পারছি না। এ কারনে ঘরের ভিটার উপর রেকসিন টাঙিয়ে থাকতে হয়।এছাড়াও মামলার মূল আসামীরা গ্রেপ্তার না হওয়ায় যে কোন সময় তারা অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমন করে আরো বড় ধরনের ঘটনা করতে পারে বিধায় আতঙ্কে আছি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, মামলার আসামীদের গ্রেপ্তার ও কোন ধরনের অস্ত্র আছে কিনা বিভিন্ন ভাবে খবর নেওয়া হচ্ছে। যেহেতু অগ্নিসংযোগের ঘটনা সেহেতু মামলাটি গুরুত্বের সহিত দেখা হচ্ছে। মূল আসামীদের ধরতে পুলিশ প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। যেকোন মূল্যে তাদেরকে ধরা হবে।নোয়াখালী।