০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

কবরস্থানে ৫ লাখ চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতার ব্যক্তির নাম আরমান মিয়া, তিনি ঢাকা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আজিমপুর সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, আজিমপুর কবরস্থানের ঠিকাদার সুমন চৌধুরীর কাছে আরমান মিয়ার নেতৃত্বে একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঠিকাদারকে ব্যবসা বন্ধ করে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশের ভয় দেখানো হয়।

ঘটনার দিন ২৬ অক্টোবর বিকেলে ঠিকাদার সুমনকে গালিগালাজ করে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে সুপার মার্কেটের নিচতলায় আরমান মিয়ার অফিসে নিয়ে মারধর করা হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি কয়েকদিন এলাকা ছেড়ে থাকতে বাধ্য হন।

পরে পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় মামলা দায়ের করেন।

লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, গ্রেফতারকৃত আরমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
২৬

কবরস্থানে ৫ লাখ চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেফতার

আপডেট: ০১:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতার ব্যক্তির নাম আরমান মিয়া, তিনি ঢাকা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আজিমপুর সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, আজিমপুর কবরস্থানের ঠিকাদার সুমন চৌধুরীর কাছে আরমান মিয়ার নেতৃত্বে একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঠিকাদারকে ব্যবসা বন্ধ করে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশের ভয় দেখানো হয়।

ঘটনার দিন ২৬ অক্টোবর বিকেলে ঠিকাদার সুমনকে গালিগালাজ করে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে সুপার মার্কেটের নিচতলায় আরমান মিয়ার অফিসে নিয়ে মারধর করা হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি কয়েকদিন এলাকা ছেড়ে থাকতে বাধ্য হন।

পরে পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় মামলা দায়ের করেন।

লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, গ্রেফতারকৃত আরমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।