০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়, কিন্তু মূল খেলোয়াড়রা সহযোগিতা না করলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের প্রথম সেশনের সংলাপে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, “আমরা রেফারি, আপনারা খেলোয়াড়। রেফারি হিসেবে নিরপেক্ষ অবস্থান থেকেই আমরা নির্বাচন পরিচালনা করতে চাই। কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু খেলা সম্ভব নয়।”

প্রধান নির্বাচন কমিশনার জানান, আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশের পর বহু রাজনৈতিক দল ও সংস্থার লিখিত মতামত পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা সহ্য করা হবে না।

তিনি বলেন, “ঢাকা শহরে ইতোমধ্যে পোস্টার লাগানো শুরু হয়েছে, অথচ আমরা পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছি। যারা লাগিয়েছেন, তারা নিজেরাই সরিয়ে ফেলুন। এখন থেকে এসব আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং আমরা কঠোর ব্যবস্থা নেব।”

সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ—একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং পরে—এই তিন পর্যায়েই দলগুলোর অংশগ্রহণ ও সহায়তা দরকার।”

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপে প্রথম দিনের প্রথম সেশনে যে রাজনৈতিক দলগুলো রয়েছে -লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি,বাংলাদেশ কংগ্রেস,বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
১৬

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

আপডেট: ১২:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়, কিন্তু মূল খেলোয়াড়রা সহযোগিতা না করলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের প্রথম সেশনের সংলাপে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, “আমরা রেফারি, আপনারা খেলোয়াড়। রেফারি হিসেবে নিরপেক্ষ অবস্থান থেকেই আমরা নির্বাচন পরিচালনা করতে চাই। কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু খেলা সম্ভব নয়।”

প্রধান নির্বাচন কমিশনার জানান, আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশের পর বহু রাজনৈতিক দল ও সংস্থার লিখিত মতামত পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা সহ্য করা হবে না।

তিনি বলেন, “ঢাকা শহরে ইতোমধ্যে পোস্টার লাগানো শুরু হয়েছে, অথচ আমরা পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছি। যারা লাগিয়েছেন, তারা নিজেরাই সরিয়ে ফেলুন। এখন থেকে এসব আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং আমরা কঠোর ব্যবস্থা নেব।”

সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ—একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং পরে—এই তিন পর্যায়েই দলগুলোর অংশগ্রহণ ও সহায়তা দরকার।”

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপে প্রথম দিনের প্রথম সেশনে যে রাজনৈতিক দলগুলো রয়েছে -লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি,বাংলাদেশ কংগ্রেস,বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।