মধ্যরাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে বোমা নিক্ষেপ
রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে ইকবাল রোডে অবস্থিত স্কুলটিকে লক্ষ্য করে বোমাগুলো নিক্ষেপ করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চারজন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে করে এসে স্কুলের দিকে পরপর দুটি পেট্রোল বোমা ছোড়ে এবং মুহূর্তের মধ্যেই পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, গভীর রাতে দুটি মোটরসাইকেল স্কুলের সামনে এসে থামে। চালকদের মাথায় হেলমেট, আর পেছনের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে পেট্রোল বোমায় আগুন জ্বেলে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ওসি কাজী রফিক আহমেদ বলেন, “স্কুলটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।” তিনি আরও জানান, হামলার উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।


















