শুষ্ক আবহাওয়াসহ পরিষ্কার থাকবে ঢাকার আকাশ
রাজধানী ঢাকার আকাশ পরিষ্কার থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। পাশাপাশি তাপমাত্রার পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (১২ নভেম্বর) সকাল ০৭টা থেকে পরবর্তী ০৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটি আরও জানায়, সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওইসময় বাতাসের আদ্রতা ছিলো ৭০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ১৩ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬ টা ১২ মিনিটে।















