০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

একজনের সঙ্গে প্রেম নিয়ে দুই শিক্ষার্থীর মারামারি, কলেজ বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে পছন্দ করাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কলেজটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পছন্দ করত। কিন্তু একই মেয়েকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করায় দুই ছাত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে তারা কলেজ চত্বরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়ায় মুখোমুখি অবস্থান নেয়। এই সুযোগে স্থানীয় এলাকার কিছু বাসিন্দা কলেজের টিনশেডের সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কলেজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এক মেয়েকে দুজন পছন্দ করার মতো সামান্য বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
৩০

একজনের সঙ্গে প্রেম নিয়ে দুই শিক্ষার্থীর মারামারি, কলেজ বন্ধ ঘোষণা

আপডেট: ০২:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে পছন্দ করাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কলেজটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পছন্দ করত। কিন্তু একই মেয়েকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করায় দুই ছাত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে তারা কলেজ চত্বরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়ায় মুখোমুখি অবস্থান নেয়। এই সুযোগে স্থানীয় এলাকার কিছু বাসিন্দা কলেজের টিনশেডের সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কলেজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এক মেয়েকে দুজন পছন্দ করার মতো সামান্য বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।