ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার সরাসরি মার্কিন হুমকির পর উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ‘বেপরোয়া’ বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে নালিশ করেছে তেহরান। খবর মেহর নিউজ এজেন্সির।
এর আগে গত ২৯ ডিসেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে তা দ্রুত ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়া হবে।
ট্রাম্পের এই প্রকাশ্য সংঘাতমুখী বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে প্রতিবাদের ঝড় ওঠে। আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে পাঠানো এক চিঠিতে ইরানের স্থায়ী মিশন সতর্ক করে বলেছে, এ ধরনের হুমকি আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। ইরান মনে করে, এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ আইএইএ-এর বিশ্বাসযোগ্যতা এবং বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তার আস্থাকে ধূলিসাৎ করে দেবে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন যে, ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত, তবে শক্তি প্রয়োগের বিকল্পও টেবিলে রয়েছে। তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, আমি আশা করি তারা (ইরান) নতুন করে কিছু গড়তে চাইছে না; কারণ যদি তারা তা করে, তবে আমাদের হাতে ধ্বংস করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।
ইরানি মিশন তাদের চিঠিতে জোর দিয়ে বলেছে, ট্রাম্পের এই হুমকিকে যদি আইএইএ স্বাভাবিকভাবে মেনে নেয়, তবে সংস্থাটির যাচাইকরণ কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। তেহরান চায়, বিশ্ব সংস্থাটি যেন এই বেপরোয়া হুমকির আনুষ্ঠানিক নিন্দা জানায় এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনে। ইরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা কোনো ছাড় দেবেন না।

✍️ মন্তব্য লিখুন