গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক এবং তা আরও স্থিতিশীল হবে। ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত অর্থ প্রয়োজন হবে, অর্থ মন্ত্রণালয় থেকে তা বরাদ্দ দেওয়া হবে।
এর আগে রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়। আজ সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুল্যান্স ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওসমান হাদির চিকিৎসার লক্ষ্যে মেডিকেল এয়ার অ্যাম্বুল্যান্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখা হয়েছে।
প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে তার অবস্থা সংকটাপন্ন।

✍️ মন্তব্য লিখুন