০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপ: ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা

নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপেও ফেভারিট হিসেবে নামবে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন ও ফ্রান্সের মতো দলগুলো। শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে দলগুলো জেনে গেল তাদের প্রতিপক্ষ কারা। তবে কবে কার খেলা, সেই সূচি জানা গেল আজ শনিবার রাতে। এর আগে চূড়ান্ত হয়ে গেছে কোন দল কার বিপক্ষে ম্যাচ খেলবে। এখন দিন, তারিখ, সময় ও ভেন্যু চূড়ান্ত হওয়ার পালা।

উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সি গ্রুপে জায়গা পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। তাদের গ্রুপ সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর সঙ্গে।

আরেক হটফেভারিট আর্জেন্টিনা জায়গা পেয়েছে জে গ্রুপে। অপেক্ষাকৃত সহজ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের খেলতে হবে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানের বিপক্ষে। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে।

সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের সঙ্গী হচ্ছে আগের বিশ্বকাপে চমক দেখানো সৌদি আরব। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এইচ গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।

এছাড়া গ্রুপ অব ডেথ-এর এল-এ দেখা হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে আছে ঘানা এবং পানামা।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপে উজবেকিস্তান ও কলম্বিয়াকে পেয়েছে। তাদের অন্য প্রতিপক্ষ আন্তর্মহাদেশীয় প্লে অফ জয়ী কঙ্গো বা জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া। প্লে অফ থেকে ওঠা দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল।

দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সকেও দিতে হবে কঠিন পরীক্ষা। উড়তে থাকা আর্লিং হালান্ডের নরওয়ের সঙ্গে আই গ্রুপে তারা, যেখানে আরও আছে সেনেগাল এবং আন্তর্মহাদেশীয় প্লে অফ জয়ের অপেক্ষায় থাকা ইরাক, সুরিনাম ও বলিভিয়া।

স্বাগতিক দল মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। আরেক আয়োজক কানাডার প্রথম ম্যাচ নর্দার্ন আয়ারল্যান্ড, ইতালি, ওয়েলস ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে যে কোনো একটি দলের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:০০:২১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ: ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা

আপডেট: ০১:০০:২১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

এবারের বিশ্বকাপেও ফেভারিট হিসেবে নামবে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন ও ফ্রান্সের মতো দলগুলো। শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে দলগুলো জেনে গেল তাদের প্রতিপক্ষ কারা। তবে কবে কার খেলা, সেই সূচি জানা গেল আজ শনিবার রাতে। এর আগে চূড়ান্ত হয়ে গেছে কোন দল কার বিপক্ষে ম্যাচ খেলবে। এখন দিন, তারিখ, সময় ও ভেন্যু চূড়ান্ত হওয়ার পালা।

উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সি গ্রুপে জায়গা পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। তাদের গ্রুপ সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর সঙ্গে।

আরেক হটফেভারিট আর্জেন্টিনা জায়গা পেয়েছে জে গ্রুপে। অপেক্ষাকৃত সহজ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের খেলতে হবে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানের বিপক্ষে। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে।

সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের সঙ্গী হচ্ছে আগের বিশ্বকাপে চমক দেখানো সৌদি আরব। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এইচ গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।

এছাড়া গ্রুপ অব ডেথ-এর এল-এ দেখা হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে আছে ঘানা এবং পানামা।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপে উজবেকিস্তান ও কলম্বিয়াকে পেয়েছে। তাদের অন্য প্রতিপক্ষ আন্তর্মহাদেশীয় প্লে অফ জয়ী কঙ্গো বা জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া। প্লে অফ থেকে ওঠা দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল।

দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সকেও দিতে হবে কঠিন পরীক্ষা। উড়তে থাকা আর্লিং হালান্ডের নরওয়ের সঙ্গে আই গ্রুপে তারা, যেখানে আরও আছে সেনেগাল এবং আন্তর্মহাদেশীয় প্লে অফ জয়ের অপেক্ষায় থাকা ইরাক, সুরিনাম ও বলিভিয়া।

স্বাগতিক দল মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। আরেক আয়োজক কানাডার প্রথম ম্যাচ নর্দার্ন আয়ারল্যান্ড, ইতালি, ওয়েলস ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে যে কোনো একটি দলের বিপক্ষে।