বিশ্বকাপেও আশরাফুলের সঙ্গে থাকছেন সালাহউদ্দিন
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে এক সিরিজ দিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না তাঁর। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের কোচিং প্যানেলে দেখা যাবে আশরাফুলকে। বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে বিশ্বকাপে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিনও।
সবশেষ কয়েক মাসে বাংলাদেশের ব্যাটিং ভালো না হওয়ায় বিদেশি ব্যাটিং কোচ নিয়োগ দিতে চেয়েছিল বিসিবি। তবে কারও সঙ্গে বনিবণা না হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় কোচ বেছে নেয় তাঁর। আয়ারল্যান্ড সিরিজের আগে হুট করেই ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয় আশরাফুলকে। দুই টেস্টের সঙ্গে তিন টি-টোয়েন্টিতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের সঙ্গে কাজ করেছেন তিনি।
ব্যাটিং কোচ হিসেবে পুরো সিরিজে আশরাফুল যেভাবে কাজ করেছেন সেটা নিয়ে সন্তুষ্ট বিসিবি। চট্টগ্রামে আয়ারল্যান্ড সিরিজ শেষে আশরাফুলের সঙ্গে দেখা করে ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন নাজমুল আবেদিন ফাহিম। যেখানে তারা দুজনই কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। যার ফলে আগামী বিশ্বকাপেও লিটনদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন আশরাফুল।
বাংলাদেশের সাবেক অধিনায়কের কাজ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই আটকে থাকছে না। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলের চুক্তি বাড়ানো হতে পারে। দুই পক্ষই তাতে মত দিয়েছেন বল জানা গেছে। বিপিএল কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
আশরাফুলের মতো বাংলাদেশের কোচিং প্যানেলে থাকছেন সালাহউদ্দিনও। আয়ারল্যান্ড সিরিজের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে আচমকা পদত্যাগের ঘোষণা দেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ। লিখিত পদত্যাগ পত্র দিলেও সেটা গ্রহণ করেনি বিসিবি। সালাহউদ্দিনও রাজি হওয়ায় পুরনো দায়িত্বে বহাল থাকছেন তিনি। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে সালাহউদ্দিনের।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ছুটি কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিপিএল শুরুর আগে বাংলাদেশের আন্তর্জাতিক কোন সিরিজ না থাকলেও বসে থাকার সুযোগ নেই তাদের। টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের নিয়ে আগামী ৬ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে এক সপ্তাহের ক্যাম্প। যেখানে থাকবেন প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন এবং ব্যাটিং কোচ আশরাফুল।























