মুশফিকের অনন্য মাইলফলক, করলেন শততম টেস্টে সেঞ্চুরি
মুশফিকুর রহিমের সময়টা এখন সোনায় সোহাগা। শততম টেস্টে সেঞ্চুরি করে তিনি ক্রিকেট ইতিহাসে নিজস্ব মাইলফলক স্থাপন করেছেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে মুশফিক এই ম্যাচে তিন অঙ্কের স্কোর স্পর্শ করেন, যা তাকে প্রশংসার কেন্দ্রে নিয়ে এসেছে।
টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে মাত্র ৮৪ জন ক্রিকেটার শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন। মুশফিক সেই তালিকায় ১১তম ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন। দেশের ভক্তরা যেমন আনন্দিত, তেমনি রিকি পন্টিংয়ের মতো আন্তর্জাতিক তারকারাও মুশফিকের কীর্তি প্রশংসা করেছেন।
দিনের চতুর্থ বলে মুশফিকের প্যাডে ম্যাথিউ হামফ্রেসের বল লাগলে জোরালো আবেদন হয়। আম্পায়ারের সাড়া না দেওয়ায় কিছুটা উদ্বেগ দেখা দেয় সমর্থকদের মধ্যে। পরের বলে ব্যাটের খুব কাছ দিয়ে বল চলে যায় উইকেট কিপারের হাতে। তবে পরের ওভারে জর্ডান নেইলের তৃতীয় বলে এক সিঙ্গেল নিয়ে মুশফিক ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেন।
শততম টেস্টে সেঞ্চুরি করার প্রথম ক্রিকেটার ছিলেন মাইকেল কলিন কাউড্রেই। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বার্মিংহাম টেস্টে এই কীর্তি গড়েন। এরপর আরও কয়েকজন খেলোয়াড় এই মাইলফলক ছুঁয়েছেন। তাদের মধ্যে জো রুট এবং ডেভিড ওয়ার্নার দুজনই ডাবল সেঞ্চুরি করেছে। সর্বোচ্চ রান হিসেবে ওয়ার্নার ২০০ এবং রুট ২১৮ রান করে শততম টেস্টে শীর্ষে আছেন।
















