০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী

নিউজ ডেস্ক

নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ডের লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সরাসরি দলের হোটেলে গিয়ে উঠেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

আগে থেকেই তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল দুপুর ১২টার দিকে, তবে ইংল্যান্ডে পথে প্রচণ্ড ট্রাফিক জ্যামে পড়ে বাফুফের নির্ধারিত ফ্লাইট মিস করেন হামজা। পরে নিজ উদ্যোগে নতুন টিকিট কেটে ঢাকায় রওনা দেন তিনি, যার ফলে তার আগমন বিলম্বিত হয় প্রায় পাঁচ ঘণ্টা। আজ কোনো ট্রেনিং না থাকায় হোটেলেই বিশ্রাম নেবেন এই ইংলিশ-বাংলাদেশি ফুটবলার।

আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ দল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, নতুন সেশনে কোচ হাভিয়ের কাবরেরার অধীনে দেখা যাবে হামজাকে অনুশীলনে অংশ নিতে।

এদিকে, কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমও আগামীকাল রাতেই ঢাকায় আসার কথা রয়েছে। তবে ঢাকায় রওনা হওয়ার আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগে হতাশাজনক এক ফাইনাল হার মেনেছেন তিনি। তার দল ক্যাভালরি এফসি নির্ধারিত ৯০ মিনিটে ১–১ সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে আতলেতিকো অটোয়ার কাছে ২–১ গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে।

বাংলাদেশ দল আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে। পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যার কিক-অফ রাত ৮টায়। এর আগে, ১৩ নভেম্বর একই ভেন্যুতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ।

নেপাল দল আগামীকাল (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। যদিও এখনো পর্যন্ত ঘরোয়া লিগের দাবি নিয়ে দেশটির ফুটবলাররা আন্দোলনে রয়েছেন। অন্যদিকে, ভারতীয় দল ১৫ নভেম্বর ঢাকায় এসে ১৮ নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নেবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৫৬:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
৪১

অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী

আপডেট: ০৭:৫৬:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ডের লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সরাসরি দলের হোটেলে গিয়ে উঠেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

আগে থেকেই তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল দুপুর ১২টার দিকে, তবে ইংল্যান্ডে পথে প্রচণ্ড ট্রাফিক জ্যামে পড়ে বাফুফের নির্ধারিত ফ্লাইট মিস করেন হামজা। পরে নিজ উদ্যোগে নতুন টিকিট কেটে ঢাকায় রওনা দেন তিনি, যার ফলে তার আগমন বিলম্বিত হয় প্রায় পাঁচ ঘণ্টা। আজ কোনো ট্রেনিং না থাকায় হোটেলেই বিশ্রাম নেবেন এই ইংলিশ-বাংলাদেশি ফুটবলার।

আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ দল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, নতুন সেশনে কোচ হাভিয়ের কাবরেরার অধীনে দেখা যাবে হামজাকে অনুশীলনে অংশ নিতে।

এদিকে, কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমও আগামীকাল রাতেই ঢাকায় আসার কথা রয়েছে। তবে ঢাকায় রওনা হওয়ার আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগে হতাশাজনক এক ফাইনাল হার মেনেছেন তিনি। তার দল ক্যাভালরি এফসি নির্ধারিত ৯০ মিনিটে ১–১ সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে আতলেতিকো অটোয়ার কাছে ২–১ গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে।

বাংলাদেশ দল আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে। পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যার কিক-অফ রাত ৮টায়। এর আগে, ১৩ নভেম্বর একই ভেন্যুতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ।

নেপাল দল আগামীকাল (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। যদিও এখনো পর্যন্ত ঘরোয়া লিগের দাবি নিয়ে দেশটির ফুটবলাররা আন্দোলনে রয়েছেন। অন্যদিকে, ভারতীয় দল ১৫ নভেম্বর ঢাকায় এসে ১৮ নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নেবে।