‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের
আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলের নামে গুম-খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২২ অক্টোবর) সকালে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা আদালতে জামিনের আবেদন করেন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় ১৭ জন এবং অন্যটিতে ১৩ জন আসামি রয়েছেন। দু’টিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে বলে জানা গেছে। আসামিদের মধ্যে সেনাবাহিনীর ২৩ কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে ১৫ জন বর্তমানে হেফাজতে আছেন।
কারাগারে পাঠানো কর্মকর্তারা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, কর্নেল মশিউল রহমান জুয়েল, লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, লে. কর্নেল মখচুরুল হক (অব.), ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার ও কর্নেল কেএম আজাদ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, মামলার আনুষ্ঠানিক অভিযোগের শুনানির পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।