০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোটগ্রহণের অভিযোগ

নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। বুধবার (১৪ অক্টোবর) সকালে গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন স্বতন্ত্র শিক্ষা সম্মিলনের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী হাসিবুর রহমান রনি।

তিনি বলেন, আমার এজেন্ট ফোন দিয়েছে যে আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫ থেকে ২০টা ব্যালট পেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে। স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না। এজেন্টরা জানিয়েছে নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা বলছেন এটি ভুলবশত হয়েছে। কিন্তু ভুলবশত এখানে হয়ে থাকলে, অন্য কেন্দ্রে বা বুথে যে হচ্ছে না, তার গ্যারান্টি কে দিবে?

অভিযোগের বিষয়টি স্বীকার করে ওই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ বলেন, ১২টি ব্যালটে এমন হয়েছে। পোলিং এজেন্টরা এই ভুল করেছে। তারাতো জীবনে ভোটও দেয়নি। প্রথমবার নির্বাচন করছে। প্রথম কাজ। এজন্য ভুল করেছে। কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা আছে। সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না।

ব্যালট পেপারের ব্যাপারে তিনি বলেন, নির্বাচন কমিশন আসছে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে।এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন বলেন, স্বাক্ষর ছাড়া যে ব্যালট পেপারগুলো বাক্সে ফেলা হয়েছে ওই বাক্সটি আলাদা করে রাখা হবে। ভোটগ্রহণ শেষে ওই ব্যালট প্যাপারগুলো শনাক্ত করে দায়িত্বপ্রাপ্তদের স্বাক্ষর নেওয়া হবে। তাহলেই কনফিউশন দূর হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
৩০

চাকসু নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোটগ্রহণের অভিযোগ

আপডেট: ০২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। বুধবার (১৪ অক্টোবর) সকালে গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন স্বতন্ত্র শিক্ষা সম্মিলনের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী হাসিবুর রহমান রনি।

তিনি বলেন, আমার এজেন্ট ফোন দিয়েছে যে আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫ থেকে ২০টা ব্যালট পেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে। স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না। এজেন্টরা জানিয়েছে নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা বলছেন এটি ভুলবশত হয়েছে। কিন্তু ভুলবশত এখানে হয়ে থাকলে, অন্য কেন্দ্রে বা বুথে যে হচ্ছে না, তার গ্যারান্টি কে দিবে?

অভিযোগের বিষয়টি স্বীকার করে ওই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ বলেন, ১২টি ব্যালটে এমন হয়েছে। পোলিং এজেন্টরা এই ভুল করেছে। তারাতো জীবনে ভোটও দেয়নি। প্রথমবার নির্বাচন করছে। প্রথম কাজ। এজন্য ভুল করেছে। কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা আছে। সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না।

ব্যালট পেপারের ব্যাপারে তিনি বলেন, নির্বাচন কমিশন আসছে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে।এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন বলেন, স্বাক্ষর ছাড়া যে ব্যালট পেপারগুলো বাক্সে ফেলা হয়েছে ওই বাক্সটি আলাদা করে রাখা হবে। ভোটগ্রহণ শেষে ওই ব্যালট প্যাপারগুলো শনাক্ত করে দায়িত্বপ্রাপ্তদের স্বাক্ষর নেওয়া হবে। তাহলেই কনফিউশন দূর হবে।