অভিযান চালিয়ে সিসা বার থেকে গ্রেফতার ৬
রাজধানীর গুলশান ও বনানীর সিসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও র্যাব-১। এ সময় সিসা বারের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়। শনিবার (১১ অক্টোবর) রাতভর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাব-১ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন— মাসুম বিল্লা, রাব্বি, জুলহাস, রিজওয়ান রোজিরিও, নাসির উদ্দিন ও নয়ন হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) জানায়, বনানী ও গুলশান এলাকার মনটানা লাউঞ্জ, দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, ইক্সোটিক ও ইউনিক রিজেন্সি হোটেলে পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে গুলশান এলাকার আর এম সেন্টারের ৬ তলায় মনটানা লাউঞ্জে অবৈধ সিসা ও সিসা সরঞ্জামসহ ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২ জন আসামি পলাতক রয়েছে।
এ সময় ৩ কেজি সিসা, ৫টি হুক্কা, ২ লিটার বিদেশি মদ, ১২টি বিয়ার ক্যান এবং মাদক বিক্রির ১২ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়। ডিএনসি আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, আবু সাইদ ও ইবনুল হাসান মনটানা সিসা লাউঞ্জের মালিক। নিজেদের দখলীয় অবৈধ সিসা বারে আগত অতিথিদের মাঝে আসামিরা পারস্পরিক সহযোগিতায় নিকোটিনযুক্ত সিসা, বিদেশি মদ ও বিয়ার বিক্রি ও সরবরাহ করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।