আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচিত সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবালের মনোনয়ন প্রত্যাহারের পর থেকেই বুলবুলের সভাপতি হওয়া প্রায় নিশ্চিত ছিল, এবং শেষমেষ তা বাস্তবায়িত হলো।
আজ (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোট গণনার পর ৩টি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক এবং এনএসসি কোটায় ২ জন পরিচালক নির্বাচিত হন। এই ২৫ পরিচালকের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।
নির্বাচনে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা) থেকে নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব কোটা) থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন এবং ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোটা) থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।
বুলবুল প্রথমবার বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন চলতি বছরের ৩০ মে। দায়িত্ব নেয়ার সময় তিনি বলেছিলেন, বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করতে চাই, এবং দেশের ক্রিকেট উন্নয়নে দীর্ঘমেয়াদি অবদান রাখতে চান। এজন্যই এবারের নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন।