১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

সময় এসেছে, খুব শিগগিরই দেশে ফিরব: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ডেস্ক নিউজ

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন । এই সাক্ষাৎকারে তিনি নির্বাচন, রাজনীতিসহ নানা বিষয়ে কথা বলেছেন। তার দেশে ফিরে আসার সময় নিয়েও জবাব দিয়েছেন। সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

দেশে ফেরা সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু সঙ্গত কারণে এখনও হয়তো দেশে ফেরা হয়ে ওঠেনি। তবে সময় তো চলেই এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।

বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আজ সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেইজে সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রচার করা হয়।

নির্বাচনের আগে দেশে ফিরে আসবেন এমন সম্ভাবনা রয়েছে সেটা কি বলা যায়, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক। রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর সঙ্গে নির্বাচনের একটি ওতোপ্রোতো সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে প্রত্যাশিত সেই নির্বাচনে জনগণের পাশে এবং জনগণের সাথেই থাকব।

আপনি না আসার পেছনে আপনার দলের নেতাকর্মীদের কেউ কেউ নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন, আপনি কি কোনো ধরনের শঙ্কা বোধ করেছেন, এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন ধরনের শঙ্কার কথা আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৪২

সময় এসেছে, খুব শিগগিরই দেশে ফিরব: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আপডেট: ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন । এই সাক্ষাৎকারে তিনি নির্বাচন, রাজনীতিসহ নানা বিষয়ে কথা বলেছেন। তার দেশে ফিরে আসার সময় নিয়েও জবাব দিয়েছেন। সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

দেশে ফেরা সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু সঙ্গত কারণে এখনও হয়তো দেশে ফেরা হয়ে ওঠেনি। তবে সময় তো চলেই এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।

বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আজ সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেইজে সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রচার করা হয়।

নির্বাচনের আগে দেশে ফিরে আসবেন এমন সম্ভাবনা রয়েছে সেটা কি বলা যায়, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক। রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর সঙ্গে নির্বাচনের একটি ওতোপ্রোতো সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে প্রত্যাশিত সেই নির্বাচনে জনগণের পাশে এবং জনগণের সাথেই থাকব।

আপনি না আসার পেছনে আপনার দলের নেতাকর্মীদের কেউ কেউ নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন, আপনি কি কোনো ধরনের শঙ্কা বোধ করেছেন, এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন ধরনের শঙ্কার কথা আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।