ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের পরিচয় প্রকাশ ও বিচার নিশ্চিত করা ছাড়া নির্বাচন আয়োজন মেনে নেওয়া হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’। সংগঠনটি সাফ জানিয়েছে, নির্বাচনের আগে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে; এর আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি জানানো হয়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উদ্দেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, “আপনি বলেছেন আপনি শরিফ ওসমান হাদিকে ধারণ করেন। কিন্তু জানাজার ময়দানে একবারের জন্যও বলেননি এই খুনের বিচারের বিষয়ে আপনি কী পদক্ষেপ নেবেন। এত বড় হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনার নীরবতা এবং অসহায়ত্ব আমরা দেখতে পেয়েছি। আপনাকে কে অসহায় করে তুলল, জাতি তা জানতে চায়।”
হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে জাবের বলেন, “এই হত্যাকাণ্ডের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে। আমরা কোনো তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ চাই না, আমরা চাই প্রকাশ্য বিচার।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার ভূমিকার কঠোর সমালোচনা করে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, “গতকালের (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শহীদ ওসমান হাদির নাম বা তার হত্যার বিষয়ে কোনো সুস্পষ্ট অবস্থান আমরা পাইনি। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, বিষয়টিকে তুচ্ছতাচ্ছিল্য বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুনি কখনো ভারতে, কখনো দেশে—এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে গোয়েন্দা সংস্থাগুলো তাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে।”
তিনি আরও বলেন, “ইনকিলাব মঞ্চ তথ্য দিয়ে সহযোগিতা না করলে আপনারা খুনিকে শনাক্তই করতে পারতেন না। জনগণের ট্যাক্সের টাকায় চলা গোয়েন্দা সংস্থাগুলোর কাজ কী? সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করার যে দাবি আমরা জানিয়েছিলাম, সে বিষয়েও আপনারা কোনো পদক্ষেপ নেননি।”
আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করে জাবের বলেন, “দায় এড়িয়ে যাওয়াই কি আপনার একমাত্র দায়িত্ব? কারা তদন্তে বাধা দিচ্ছে তা স্পষ্ট করে জাতির সামনে বলুন, অন্যথায় পদত্যাগ করুন।”
সরকারকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, “বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয়নি। বিচার নিশ্চিত করতে না পারলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। আমাদের অবস্থান পরিষ্কার—নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে উদ্ভুত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।”

✍️ মন্তব্য লিখুন