বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সালাউদ্দিন আহমেদ জানান, নিয়মিত এ বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট নিয়েও কথা হয়। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে পরে ডা. এ জেড এম জাহিদ বিস্তারিত জানাবেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে আসতে কোনো ধরনের বাধা নেই। প্রয়োজনে এক দিনেও তার জন্য ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব।

✍️ মন্তব্য লিখুন