অধিনায়ক হিসেবে হামজাকে দেখতে চান আমিনুল
দেশের ফুটবলে এখন আলোচিত নাম হামজা চৌধুরী। যার খেলা দেখতে মুখিয়ে থাকে দেশের ফুটবল প্রেমীরা। লাল-সবুজের জার্সিতে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। দুটি গোল করলেও জয়ে দেখা পাননি হামজা, সবশেষ হংকং ম্যাচে শেষ দিকে গোল খাওয়ায় হতাশ হয়ে পড়েন এই তারকা ফুটবলার। এরপরই হামজাকে বাংলাদেশ দলের অধিনায়ক করার দাবি তুলেছেন বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক। জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে এসেই আমিনুল এই কথা বলেন।
আমিনুল বলছেন, হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে, তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন। অনেক দিন ধরে বাংলাদেশ দলের শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না জামাল ভূঁইয়া। তার অনুপস্থিতিতে কোনো দিন তপু বর্মণ, কোনো দিন আবার সোহেল রানার হাতে যাচ্ছে অধিনায়কত্বের বাহুবন্ধনী। এর একটা স্থায়ী সমাধান চান আমিনুল।
তিনি বলেন, আমাদের যে বর্তমানে একেকজন একেক সময় দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা নিয়ে কনফিউশন বা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত হবে না এবং আরও উৎসাহিত হবে। ফেডারেশন, টিম ম্যানেজম্যান্ট কিংবা ভবিষ্যতে হামজাকে অধিনায়কত্ব দায়িত্ব দিলে বাংলাদেশের ফুটবলে ইতিবাচক দিক উন্মোচন হবে।