ঢাকায় পৌঁছে হামজার আত্মবিশ্বাসী ঘোষণা ‘এই ক্যাম্প হবে সফল, জয় আমাদেরই।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।
হংকংয়ের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজার আগমন জাতীয় দলের ক্যাম্পে নতুন প্রাণ ও আত্মবিশ্বাস এনে দিয়েছে। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান হামজা। পরে কঠোর নিরাপত্তায় দুপুর ১২টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় দলের আবাসিক হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
হোটেলে পৌঁছানোর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় হামজা বলেন, “ভালো জার্নি করে এসেছি, আশা করছি সফল একটি ক্যাম্প হবে। সবাইকে অনুরোধ করব হংকংয়ের বিপক্ষে আমাদের সাপোর্ট করতে আসার জন্য। ইনশাআল্লাহ, আমরা জিতব।”
জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ঢাকায় এসে প্রথমে কিছুটা বিশ্রাম নিতে চেয়েছিলেন হামজা, তবে পরে নিজেই আগ্রহ প্রকাশ করে বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনে যোগ দেওয়ার ইচ্ছা জানিয়েছেন।
এদিকে, হামজার পর এখন অপেক্ষা কানাডা প্রিমিয়ার লিগের ফুটবলার শমিত সোমের জন্য। লিগে ম্যাচ থাকার কারণে আজ ভোরে দেশে ফিরতে পারেননি তিনি; মঙ্গলবার তার ঢাকায় আসার কথা রয়েছে।
দলের ইনজুরি সমস্যা নিয়েও কিছুটা চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম ক্যাম্প ছেড়েছেন। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনেরও হালকা চোট রয়েছে। এ বিষয়ে আমের খান বলেন, “তপু গতকাল অনুশীলন করেছে, যদিও পুরোপুরি নয়। আজ বোঝা যাবে তার ইনজুরির প্রকৃত অবস্থা। আশা করছি সমস্যা হবে না।”
আগামী ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ। ফিরতি ম্যাচটি হবে ১৪ অক্টোবর হংকংয়ে। ‘সি’ গ্রুপে এখন পর্যন্ত ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে রয়েছে হংকং ও সিঙ্গাপুর, আর ১ পয়েন্ট করে নিয়ে তালিকার নিচের দিকে রয়েছে বাংলাদেশ ও ভারত।