তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১১ এপ্রিল ২০২৫
নোয়াখালী বিমানবন্দর ও ফোরলেন মহাসড়ক বাস্তবায়নে অগ্রগতি আশ্বাস
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন উন্নয়ন ও দীর্ঘদিনের দাবি-দাওয়ার বিষয়ে বৈঠক করেছেন ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি’র নেতারা। আজ রোববার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কমিটির সাধারণ সম্পাদক এম এইচ ফুয়াদ।
বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল—নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন চালুর জটিলতা, নোয়াখালী বিমানবন্দর দ্রুত বাস্তবায়ন, পূর্ণাঙ্গ সরকারি কলেজ স্থাপন, ভাসানচর থানার কার্যক্রম শুরু, ঢাকা-নোয়াখালী মহাসড়ক চারলেন প্রকল্পের অগ্রগতি এবং নোয়াখালীকে সিটি করপোরেশন ঘোষণার বিষয়।
কমিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন নিরাপদ নোয়াখালী চাই-এর সভাপতি সাইফুর রহমান রাসেল, দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম, আন্দোলনের নেতা মো. শাহজালাল, সমন্বয়কারী খোরশেদ আলম এবং রাফিউল আলম।
বৈঠকে উপদেষ্টা মাহফুজ আলম আশ্বাস দেন, নোয়াখালী বিমানবন্দর দ্রুত বাস্তবায়নের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ঢাকা-নোয়াখালী মহাসড়ককে দ্রুত ফোরলেনে উন্নীত করার বিষয়েও অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, “নোয়াখালীর সার্বিক উন্নয়নের বিষয়গুলো আমরা গুরুত্বসহকারে দেখছি। জনগণের দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক।”
বৈঠকে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকার বৃহত্তর নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে।