আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের স্বাধীন ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সন্তোষজনক এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
আবদুর রহমানেল মাছউদ বলেন, আমরা মনেকরি রাজনৈতিক দলগুলো সব দিক থেকেই আমাদের পূর্ণ সহযোগিতা করছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি ভালো নির্বাচন আয়োজন করতে পারব। আমরা কোনো চাপ পাইনি। সংবিধান আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা পালনে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা গ্রহণ করছি।
এই নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আমরা খুবই আশাবাদী। এখন পর্যন্ত যে পরিবেশ আমরা দেখেছি, তাতে পরিস্থিতি বেশ ভালো বলে মনে হচ্ছে। আমি ভোটারদের অনুরোধ জানাই, তারা যেন স্বাধীনভাবে ভোটকেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং নাগরিক দায়িত্ব পালন করেন।
ঋণখেলার বা তথ্য গোপনের বিষয়ে তিনি বলেন, কোনো অযোগ্য প্রার্থী যদি কোনো কারণে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন, তবুও পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে। অনেক সময় প্রার্থীরা হলফনামা কিংবা সম্পদের বিবরণীতে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে থাকেন।
এ ধরনের অনিয়ম মোকাবিলায় ২০২৫ সালে গণপ্রতিনিধিত্ব আদেশে নতুন একটি আইনগত বিধান যুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশে ৯১এফ অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে। নতুন ওই বিধান অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও যদি কোনো প্রার্থীর হলফনামা কিংবা আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য পাওয়া যায়, তাহলে নির্বাচন কমিশনের ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা থাকবে।

✍️ মন্তব্য লিখুন