নতুন করে বিমান হামলায় কেঁপে উঠল গাজা, ফেরত দিল ৩০ মরদেহ
ইসরায়েল শুক্রবার (৩১ অক্টোবর) গাজার খান ইউনুস এলাকায় ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। নিহতদের মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে হস্তান্তর করা হয়।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ফেরত পাওয়া মরদেহগুলোর অধিকাংশে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। কারও চোখ বাঁধা, কারও হাতকড়া পরানো, অনেকের শরীরে পোড়ার দাগ এবং দাঁত বা অঙ্গহানি দেখা গেছে। এসব দেহ পূর্বে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের বলে ধারণা করা হচ্ছে।
এই দেহ হস্তান্তর চলমান বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে একই সময়ে গাজায় ইসরায়েলি বাহিনী নতুন করে বিমান হামলা চালায়, যাতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
খান ইউনুস, রাফাহ ও নুসেইরাত এলাকায় টানা বিমান হামলায় বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতির দাবি থাকলেও গাজার আকাশে এখনও ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, ফেরত দেওয়া মরদেহগুলোর অবস্থা গাজায় চলমান মানবিক সংকট ও বন্দিদের প্রতি আচরণের ভয়াবহ চিত্র তুলে ধরছে। তারা আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।
বর্তমানে গাজায় খাদ্য, পানি ও ওষুধের সংকট চরমে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে গাজায় ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ












