শিরোনাম:
নোয়াখালীতে আলোহার ম্যাথ এন্ড পেইন্টিং ফেস্টিভাল অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 244.22684;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 35;
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর জেলা শহর মাইজদির একটি কনভেনশন হলে আলোহা বাংলাদেশ এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ম্যাথ Each পেইন্টিং ফেস্টিভাল ২০২৫ অনুষ্এঠিত হয়েছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারেফ গ্রামার স্কুল এর প্রধান শিক্ষক রোকসানা মাসুদ, প্রভাতী শিশু শিক্ষার প্রধান শিক্ষক লায়লা তারেক।
আলোহা বাংলাদেশ নোয়াখালী শাখার কো-ওনার মাসরুল হোসেনের সঞ্চালনায় এবং আলোহা নোয়াখালী শাখার কো ওনার মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আলোহা নোয়াখালী শাখার কো ওনার ফারুক হোসেন,কো ওনার শাহাদাত হোসেন, আলোহা বাংলাদেশ কর্পোরেট অফিসের ডিজিএম (ফিন্যান্স) মোঃ আবদুর রাজ্জাক এবং আলোহা নোয়াখালী শাখার কো অর্ডিনেটর সকল শিক্ষক সহ আরো অনেকে।