নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে চৌমুহনীতে সাংবাদিকের মানববন্ধন বিক্ষোভ
বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে চৌমুহনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার(১৬) অক্টোবর বিকেলে চৌমুহনী প্রেসক্লাব চত্তরে প্রধান সড়কে চৌমুহনী প্রেসক্লাব ও নোয়াখালী সাংবাদিক ইউনিটি একই সময়ে এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌমুহনী প্রেসক্লাবের আহবায়ক ইয়াকুব নবী ইমন, যুগ্ম আহবায়ক সিহাব উদ্দিন, আবদুর রহিম, কো-অপট সদস্য ও দৈনিক সংবাদের বেগমগঞ্জ প্রতিনিধি মোস্তফা মহসিন, সাবেক সহ সভাপতি সৈয়দ কামরুল হাসান দুলাল, যুগ্ম সম্পাদক এম মজিদুল ইসলাম, প্রচার সম্পাদক বজলুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক আনোয়ার পারভেজ, সদস্য মনির হোসেন সজিব, নোমান খসরু।
নোয়াখালী সাংবাদিক ইউনিটির আহবায়ক এস এম জামাল, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন মিরাজ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক, সহ সভাপতি এম জি বাবর প্রমূখ। বক্তারা ,আড়াইশত বছরের ইতিহাস ঐতিহ্যের প্রাচীনতম এবং দেশের ধনী জেলা নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবি জানান। কুমিল্লাকে বিভাগ করা হলে নোয়াখালীবাসী তা কখনো মেনে নেবেনা। বক্তারা আরো বলেন,প্রয়োজনে নোয়াখালী পূর্বের ন্যায় চট্টগ্রামের সাথে থাকবে তবুও কুমিল্লার সাথে যাবে না। তা না হলে বৃহত্তর নোয়াখালীবাসী আলাদা বিভাগের দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাবে।