১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির সহিংসতা: সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে — স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এরই মধ্যে কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়ি ও গুইমারায় যে ঘটনা ঘটেছে, তার মূল উদ্দেশ্য ছিল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে আয়োজন ব্যাহত করা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্ত্রাসীদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং পাহাড়েও পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এবং তাদের মদতদাতারাও আছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পার্বত্য অঞ্চলের পরিস্থিতি প্রসঙ্গে তিনি পুনরায় উল্লেখ করেন, সন্ত্রাসীদের শনাক্তকরণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা চলাকালে সবাই যেন যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করেন। মিথ্যা সংবাদ প্রচার প্রতিরোধে নতুন একটি অ্যাপ চালু করা হয়েছে, যেখানে সঠিক তথ্য সংশ্লিষ্টরা সরবরাহ করতে পারবেন।

 

এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
৬১

খাগড়াছড়ির সহিংসতা: সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে — স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ১১:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এরই মধ্যে কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়ি ও গুইমারায় যে ঘটনা ঘটেছে, তার মূল উদ্দেশ্য ছিল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে আয়োজন ব্যাহত করা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্ত্রাসীদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং পাহাড়েও পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এবং তাদের মদতদাতারাও আছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পার্বত্য অঞ্চলের পরিস্থিতি প্রসঙ্গে তিনি পুনরায় উল্লেখ করেন, সন্ত্রাসীদের শনাক্তকরণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা চলাকালে সবাই যেন যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করেন। মিথ্যা সংবাদ প্রচার প্রতিরোধে নতুন একটি অ্যাপ চালু করা হয়েছে, যেখানে সঠিক তথ্য সংশ্লিষ্টরা সরবরাহ করতে পারবেন।

 

এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।