১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে: প্রেস সচিব

নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।”

তিনি জানান, নির্বাচন কমিশন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় রেখে কাজ এগিয়ে চলছে।

প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘ডায়াসপোরা অ্যাপ’ তৈরির কাজ চলছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, “যারা বিদেশে আছেন, জেলখানায় আছেন, কিংবা নির্বাচনে দায়িত্ব পালন করবেন- সবার ভোটের সুযোগ থাকবে এই অ্যাপের মাধ্যমে।

সামাজিক মাধ্যমে অপপ্রচার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, “নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। এসব প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স ও দুটি কমিটি গঠন করা হবে।”

তিনি আরও বলেন, “দেশের ভেতর ও বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে। পতিত স্বৈরাচার ও তার দোসররা চায় না দেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক।”

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) পদায়ন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। প্রেস সচিব বলেন, “পদায়নের ক্ষেত্রে কেউ নিজের জেলায় বা আত্মীয়স্বজনের এলাকায় দায়িত্ব পাবেন না। কোনো কর্মকর্তার আত্মীয় যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন, তাহলে তাকেও ওই এলাকায় পদায়ন দেওয়া হবে না।”

তিনি জানান, “যিনি সবচেয়ে যোগ্য, তাকেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলায় দায়িত্ব দেওয়া হবে। পদায়ন র‌্যান্ডমভাবে ও নিরপেক্ষতার ভিত্তিতে করা হবে।”

পুলিশ বিভাগের পক্ষ থেকেও একই ধরণের নীতিমালা অনুসরণ করা হবে বলে জানান শফিকুল আলম। “৬৪ জেলার জন্য একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন- যাতে নিয়োগ সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে হয়।”

অপতথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় দুইটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, “সামাজিক মাধ্যমে যেভাবে গুজব ছড়ানো হচ্ছে, তা ঠেকাতে আমাদের প্রস্তুতি থাকতে হবে। আজকের বৈঠকে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
২৭

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে: প্রেস সচিব

আপডেট: ০৯:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।”

তিনি জানান, নির্বাচন কমিশন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় রেখে কাজ এগিয়ে চলছে।

প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘ডায়াসপোরা অ্যাপ’ তৈরির কাজ চলছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, “যারা বিদেশে আছেন, জেলখানায় আছেন, কিংবা নির্বাচনে দায়িত্ব পালন করবেন- সবার ভোটের সুযোগ থাকবে এই অ্যাপের মাধ্যমে।

সামাজিক মাধ্যমে অপপ্রচার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, “নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। এসব প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স ও দুটি কমিটি গঠন করা হবে।”

তিনি আরও বলেন, “দেশের ভেতর ও বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে। পতিত স্বৈরাচার ও তার দোসররা চায় না দেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক।”

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) পদায়ন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। প্রেস সচিব বলেন, “পদায়নের ক্ষেত্রে কেউ নিজের জেলায় বা আত্মীয়স্বজনের এলাকায় দায়িত্ব পাবেন না। কোনো কর্মকর্তার আত্মীয় যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন, তাহলে তাকেও ওই এলাকায় পদায়ন দেওয়া হবে না।”

তিনি জানান, “যিনি সবচেয়ে যোগ্য, তাকেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলায় দায়িত্ব দেওয়া হবে। পদায়ন র‌্যান্ডমভাবে ও নিরপেক্ষতার ভিত্তিতে করা হবে।”

পুলিশ বিভাগের পক্ষ থেকেও একই ধরণের নীতিমালা অনুসরণ করা হবে বলে জানান শফিকুল আলম। “৬৪ জেলার জন্য একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন- যাতে নিয়োগ সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে হয়।”

অপতথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় দুইটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, “সামাজিক মাধ্যমে যেভাবে গুজব ছড়ানো হচ্ছে, তা ঠেকাতে আমাদের প্রস্তুতি থাকতে হবে। আজকের বৈঠকে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।