০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

আজ থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা

ডেস্ক নিউজ

চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে আজ সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এ বছরের বহুল প্রতীক্ষিত নোবেল পুরস্কার ঘোষণার অনুষ্ঠানমালা। সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) জানানো হবে চিকিৎসা শাস্ত্রে প্রথম নোবেলজয়ীর নাম।

নোবেল পুরস্কার প্রতিবছর ছয়টি বিভাগে প্রদান করা হয়— চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। এর মধ্যে স্টকহোম থেকে ঘোষণা করা হবে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির বিজয়ীদের নাম। তবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল। তার মৃত্যুর পাঁচ বছর পর, ১৯০১ সাল থেকে শুরু হয় এই পুরস্কার প্রদান। নোবেলের রেখে যাওয়া অর্থ ও তার নির্দেশনা অনুসারে প্রতি বছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

আলফ্রেড নোবেলের মূল উইলে পাঁচটি বিষয়ের কথা থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার উল্লেখ ছিল না। ১৯৬৮ সালে ‘দ্য ব্যাংক অব সুইডেন’-এর সিদ্ধান্তে অর্থনীতি শাস্ত্রকে নতুন বিভাগ হিসেবে যুক্ত করা হয়। এরপর থেকে অর্থনীতির নোবেল পুরস্কারও অন্যগুলোর মতো একই দিনে ঘোষণা ও প্রদান করা হয়।

অর্থনীতির নোবেল পুরস্কারের প্রাইজমানি অন্যান্য বিভাগের মতোই সমান হওয়ায় এটি মর্যাদার দিক থেকেও সমান বিবেচিত হয়। অনেক সময় একে “বিকল্প নোবেল পুরস্কার” বলেও অভিহিত করা হয়।

নোবেল পুরস্কার ঘোষণার সময়সূচি (বাংলাদেশ সময়):

  • ৬ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিট — চিকিৎসাবিজ্ঞানে

  • ৭ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিট — পদার্থবিজ্ঞানে

  • ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিট — রসায়নে

  • ৯ অক্টোবর বিকেল ৫টা — সাহিত্যে

  • ১০ অক্টোবর বিকেল ৩টা — শান্তিতে

  • ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিট — অর্থনীতিতে

আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, স্টকহোম ও অসলোতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ, মানপত্র ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।

প্রতি বিজয়ী পাবেন ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক। গত বছর (২০২৩) সুইডিশ মুদ্রার মূল্যস্ফীতির কারণে পুরস্কারের অর্থ ১০ মিলিয়ন থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন ক্রাউন করা হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৪৩

আজ থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা

আপডেট: ১১:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে আজ সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এ বছরের বহুল প্রতীক্ষিত নোবেল পুরস্কার ঘোষণার অনুষ্ঠানমালা। সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) জানানো হবে চিকিৎসা শাস্ত্রে প্রথম নোবেলজয়ীর নাম।

নোবেল পুরস্কার প্রতিবছর ছয়টি বিভাগে প্রদান করা হয়— চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। এর মধ্যে স্টকহোম থেকে ঘোষণা করা হবে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির বিজয়ীদের নাম। তবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল। তার মৃত্যুর পাঁচ বছর পর, ১৯০১ সাল থেকে শুরু হয় এই পুরস্কার প্রদান। নোবেলের রেখে যাওয়া অর্থ ও তার নির্দেশনা অনুসারে প্রতি বছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

আলফ্রেড নোবেলের মূল উইলে পাঁচটি বিষয়ের কথা থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার উল্লেখ ছিল না। ১৯৬৮ সালে ‘দ্য ব্যাংক অব সুইডেন’-এর সিদ্ধান্তে অর্থনীতি শাস্ত্রকে নতুন বিভাগ হিসেবে যুক্ত করা হয়। এরপর থেকে অর্থনীতির নোবেল পুরস্কারও অন্যগুলোর মতো একই দিনে ঘোষণা ও প্রদান করা হয়।

অর্থনীতির নোবেল পুরস্কারের প্রাইজমানি অন্যান্য বিভাগের মতোই সমান হওয়ায় এটি মর্যাদার দিক থেকেও সমান বিবেচিত হয়। অনেক সময় একে “বিকল্প নোবেল পুরস্কার” বলেও অভিহিত করা হয়।

নোবেল পুরস্কার ঘোষণার সময়সূচি (বাংলাদেশ সময়):

  • ৬ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিট — চিকিৎসাবিজ্ঞানে

  • ৭ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিট — পদার্থবিজ্ঞানে

  • ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিট — রসায়নে

  • ৯ অক্টোবর বিকেল ৫টা — সাহিত্যে

  • ১০ অক্টোবর বিকেল ৩টা — শান্তিতে

  • ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিট — অর্থনীতিতে

আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, স্টকহোম ও অসলোতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ, মানপত্র ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।

প্রতি বিজয়ী পাবেন ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক। গত বছর (২০২৩) সুইডিশ মুদ্রার মূল্যস্ফীতির কারণে পুরস্কারের অর্থ ১০ মিলিয়ন থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন ক্রাউন করা হয়।