০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরুর পর স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি

নিউজ ডেস্ক

অর্থায়ন বিল নিয়ে সমঝোতায় না পৌঁছায় যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে। ফলে বহু সরকারি দপ্তর বন্ধ হয়ে গেছে এবং অসংখ্য ফেডারেল কর্মী সাময়িক ছুটিতে গেছেন। এর প্রভাব পড়ছে শেয়ারবাজারসহ অর্থনীতির বিভিন্ন খাতে। বুধবার (১ অক্টোবর) স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে, আর ডলারের দর কমেছে। শাটডাউনের কারণে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণে চাহিদা বেড়ে গেছে। (সূত্র: রয়টার্স)

অচলাবস্থা কাটানোর কোনো সুস্পষ্ট সমাধান না পেয়ে যুক্তরাষ্ট্র শাটডাউনের পথে যায়। বুধবার এস অ্যান্ড পি (S&P) ৫০০ ফিউচার এবং নাসডাক ফিউচার উভয় সূচকই ০.৫ শতাংশ কমেছে। স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৮৭৫ ডলারে পৌঁছেছে, যা টানা তৃতীয় দিনের মতো রেকর্ড সর্বোচ্চ। ইউরোপীয় ফিউচারের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রোদ্দা বলেন, বাজার বন্ধ থাকা অকার্যকর মনে হলেও পূর্বের অভিজ্ঞতা ভিন্ন। ২০১৮-১৯ সালে এক মাসব্যাপী শাটডাউন চলাকালে ওয়াল স্ট্রিট বরং ঊর্ধ্বমুখী ছিল। তবে এবার ঝুঁকি রয়েছে দুটি কারণে—অ-কৃষি খাতে বেতন সংক্রান্ত তথ্য প্রকাশে বিলম্ব এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য কর্মী ছাঁটাই হুমকি। এতে শ্রমবাজারে বড় ধাক্কা লাগতে পারে।

প্রসঙ্গত, ২০২৫ অর্থবছরের মেয়াদ শেষ হওয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে অর্থায়ন বিল কার্যকর না থাকায় যুক্তরাষ্ট্রে আংশিক শাটডাউন শুরু হয়। এতে অপ্রয়োজনীয় খাতের কার্যক্রম বন্ধ থাকলেও সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ চলমান রয়েছে। তবে তারা আপাতত কোনো বেতন পাচ্ছেন না।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
৬৭

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরুর পর স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি

আপডেট: ০৪:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

অর্থায়ন বিল নিয়ে সমঝোতায় না পৌঁছায় যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে। ফলে বহু সরকারি দপ্তর বন্ধ হয়ে গেছে এবং অসংখ্য ফেডারেল কর্মী সাময়িক ছুটিতে গেছেন। এর প্রভাব পড়ছে শেয়ারবাজারসহ অর্থনীতির বিভিন্ন খাতে। বুধবার (১ অক্টোবর) স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে, আর ডলারের দর কমেছে। শাটডাউনের কারণে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণে চাহিদা বেড়ে গেছে। (সূত্র: রয়টার্স)

অচলাবস্থা কাটানোর কোনো সুস্পষ্ট সমাধান না পেয়ে যুক্তরাষ্ট্র শাটডাউনের পথে যায়। বুধবার এস অ্যান্ড পি (S&P) ৫০০ ফিউচার এবং নাসডাক ফিউচার উভয় সূচকই ০.৫ শতাংশ কমেছে। স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৮৭৫ ডলারে পৌঁছেছে, যা টানা তৃতীয় দিনের মতো রেকর্ড সর্বোচ্চ। ইউরোপীয় ফিউচারের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রোদ্দা বলেন, বাজার বন্ধ থাকা অকার্যকর মনে হলেও পূর্বের অভিজ্ঞতা ভিন্ন। ২০১৮-১৯ সালে এক মাসব্যাপী শাটডাউন চলাকালে ওয়াল স্ট্রিট বরং ঊর্ধ্বমুখী ছিল। তবে এবার ঝুঁকি রয়েছে দুটি কারণে—অ-কৃষি খাতে বেতন সংক্রান্ত তথ্য প্রকাশে বিলম্ব এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য কর্মী ছাঁটাই হুমকি। এতে শ্রমবাজারে বড় ধাক্কা লাগতে পারে।

প্রসঙ্গত, ২০২৫ অর্থবছরের মেয়াদ শেষ হওয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে অর্থায়ন বিল কার্যকর না থাকায় যুক্তরাষ্ট্রে আংশিক শাটডাউন শুরু হয়। এতে অপ্রয়োজনীয় খাতের কার্যক্রম বন্ধ থাকলেও সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ চলমান রয়েছে। তবে তারা আপাতত কোনো বেতন পাচ্ছেন না।