০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ ইসলামী দলের মিছিল-সমাবেশে

নিউজ ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টন মোড়ে জমায়েত হচ্ছেন আট দলীয় নেতাকর্মীরা। বেলা ১১টায় সেখান থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে।

এরইমধ্যে পল্টন মোড়ে জমায়েত হয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় পাঁচ দফার পক্ষে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন নেতারা।

অন্যদিকে মতিঝিল মোড়ে জমায়েত হয়েছেন জামায়াতে ইসলামের নেতা কর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এছাড়া অন্যান্য দলের নেতাকর্মীরাও পৃথক পৃথক মিছিল নিয়ে পল্টন এলাকায় জড়ো হচ্ছেন।

এর আগে গত সোমবার যুগপৎ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনরত আট দলের মধ্যে আরো আছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
১৪

গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ ইসলামী দলের মিছিল-সমাবেশে

আপডেট: ০১:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টন মোড়ে জমায়েত হচ্ছেন আট দলীয় নেতাকর্মীরা। বেলা ১১টায় সেখান থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে।

এরইমধ্যে পল্টন মোড়ে জমায়েত হয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় পাঁচ দফার পক্ষে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন নেতারা।

অন্যদিকে মতিঝিল মোড়ে জমায়েত হয়েছেন জামায়াতে ইসলামের নেতা কর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এছাড়া অন্যান্য দলের নেতাকর্মীরাও পৃথক পৃথক মিছিল নিয়ে পল্টন এলাকায় জড়ো হচ্ছেন।

এর আগে গত সোমবার যুগপৎ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনরত আট দলের মধ্যে আরো আছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।