০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

পাকিস্তান-ভারত আকাশযুদ্ধ : ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ বলছে ভারতের বিমানবাহিনী

ডেস্ক নিউজ

ছবিঃ প্রথম আলো 

ঢাকা, ১২ মে ২০২৫ (বাংলার প্রভাত ডেস্ক):
ভারত ও পাকিস্তানের মধ্যকার আকাশপথে সাম্প্রতিক সংঘর্ষ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে দক্ষিণ এশিয়ায়। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক তিনটি রাফাল। তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান না করলেও সরাসরি ক্ষতির পরিমাণও জানায়নি। ভারতীয় বিমানবাহিনী বলেছে, “ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ”, কিন্তু সব বৈমানিক ঘরে ফিরেছেন বলে দাবি করেছে।

গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ভারত। ভারত দাবি করেছে, পাকিস্তানের নয়টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ২৫ মিনিট ধরে এই অভিযান চালানো হয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান শক্ত প্রতিরোধ গড়ে তোলে এবং দাবি করে, তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের একাধিক যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে।

ঘটনার দিন থেকেই পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল। যদিও পাকিস্তান এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ভারতও আনুষ্ঠানিকভাবে বিমান হারানোর বিষয়টি নিশ্চিত করেনি।

তবে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সরকারি সূত্র রয়টার্সকে জানায়, অঞ্চলটিতে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তারা এ তথ্য দেয় ভারতীয় হামলার কয়েক ঘণ্টা পরেই।

বিশ্লেষকদের মতে, মাত্র ২৫ মিনিটের অভিযানে ভারতের একাধিক যুদ্ধবিমান হারানো একটি কৌশলগত ধাক্কা হতে পারে। বিশেষ করে যখন পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে পাল্টা আঘাত হানে।

রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তাও ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করেছেন, যার মধ্যে অন্তত একটি রাফাল ছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলও গভীরভাবে উদ্বিগ্ন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৫৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

পাকিস্তান-ভারত আকাশযুদ্ধ : ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ বলছে ভারতের বিমানবাহিনী

আপডেট: ১০:৫৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ছবিঃ প্রথম আলো 

ঢাকা, ১২ মে ২০২৫ (বাংলার প্রভাত ডেস্ক):
ভারত ও পাকিস্তানের মধ্যকার আকাশপথে সাম্প্রতিক সংঘর্ষ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে দক্ষিণ এশিয়ায়। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক তিনটি রাফাল। তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান না করলেও সরাসরি ক্ষতির পরিমাণও জানায়নি। ভারতীয় বিমানবাহিনী বলেছে, “ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ”, কিন্তু সব বৈমানিক ঘরে ফিরেছেন বলে দাবি করেছে।

গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ভারত। ভারত দাবি করেছে, পাকিস্তানের নয়টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ২৫ মিনিট ধরে এই অভিযান চালানো হয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান শক্ত প্রতিরোধ গড়ে তোলে এবং দাবি করে, তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের একাধিক যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে।

ঘটনার দিন থেকেই পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল। যদিও পাকিস্তান এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ভারতও আনুষ্ঠানিকভাবে বিমান হারানোর বিষয়টি নিশ্চিত করেনি।

তবে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সরকারি সূত্র রয়টার্সকে জানায়, অঞ্চলটিতে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তারা এ তথ্য দেয় ভারতীয় হামলার কয়েক ঘণ্টা পরেই।

বিশ্লেষকদের মতে, মাত্র ২৫ মিনিটের অভিযানে ভারতের একাধিক যুদ্ধবিমান হারানো একটি কৌশলগত ধাক্কা হতে পারে। বিশেষ করে যখন পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে পাল্টা আঘাত হানে।

রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তাও ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করেছেন, যার মধ্যে অন্তত একটি রাফাল ছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলও গভীরভাবে উদ্বিগ্ন।