১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

‘জঙ্গি’দের শেষকৃত্যে পাক সেনা ও পুলিশের শীর্ষকর্তারা, নাম ও ছবি প্রকাশ করল ভারত

ডেস্ক নিউজ

সুত্রঃ আনন্দবাজার পত্রিকা, কলকাতা
প্রকাশকাল: ১২ মে ২০২৫ | ডেস্ক রিপোর্ট, বাংলার প্রভাত

ভারতীয় সেনাবাহিনী রোববার দাবি করেছে, সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এ নিহত পাকিস্তানি জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন পাকিস্তানের সেনা ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এদিন ভারত তাদের নাম, ছবি ও পদমর্যাদা প্রকাশ করে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া জানায়।

প্রকাশিত পাঁচ জন পাক শীর্ষকর্তা:

  • লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ হোসেন শাহ — লাহোরের আইভি কর্পসের কমান্ডার

  • মেজর জেনারেল রাও ইমরান সরতাজ — লাহোরের ১১তম ইনফ্যান্ট্রি ডিভিশনের সঙ্গে যুক্ত

  • ব্রিগেডিয়ার মহম্মদ ফুরকান শাব্বির

  • উসমান আনোয়ার — পাঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল (IG)

  • মালিক শোয়েব আহমেদ ভের্থ — পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য

ভারতীয় সেনাবাহিনী যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায় লশকর-এ-তইয়বা জঙ্গি হাফিজ আব্দুল রউফ এক শোকসভায় ভাষণ দিচ্ছেন, যেখানে উপস্থিত ওই পাঁচজন শীর্ষকর্তাও দৃশ্যমান। অভিযোগ অনুযায়ী, নিহত জঙ্গিদের মরদেহ পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া ছিল, এবং তাদের ‘শহিদের মর্যাদা’ দেওয়া হয়েছে।

ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়া:

ভারতের পররাষ্ট্রসচিব এক বিবৃতিতে বলেন,

“এটি শুধু সন্ত্রাসবাদের মদদ নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি। পাকিস্তান জঙ্গিদের জাতীয় সম্মানে দাফন করে নিজেদের আসল অবস্থান আবারও স্পষ্ট করেছে।”

তিনি আরও বলেন, ভারত এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে প্রমাণসহ বিষয়টি তুলে ধরা হবে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া:

ওয়াশিংটন, লন্ডন ও প্যারিসে ভারতীয় দূতাবাস ইতোমধ্যেই ওই ছবিসহ রিপোর্ট পাঠিয়েছে বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্স–কে বলেন,

“এমন ঘটনাগুলি যদি সত্যি হয়, তা অত্যন্ত উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিটি রাষ্ট্রের একতাবদ্ধ অবস্থান জরুরি।”

ইউরোপীয় ইউনিয়নের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন,

“রাষ্ট্রীয়ভাবে এমন আচরণ আন্তর্জাতিক মানবাধিকার ও নিরাপত্তা নীতির পরিপন্থী।”

পাকিস্তানের প্রতিক্রিয়া:

পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে,

“ভারতের হামলায় কিছু নিরীহ নাগরিক নিহত হয়েছেন। তাদেরই যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়েছে। ভারত মিথ্যা প্রচার চালাচ্ছে।”

উপসংহার:

দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার পাশাপাশি এবার কূটনৈতিক স্তরেও উত্তাপ ছড়াচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

রিপোর্ট: বাংলার প্রভাত নিউজডেস্ক
সুত্রঃ আনন্দবাজার পত্রিকা, কলকাতা

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
২৮

‘জঙ্গি’দের শেষকৃত্যে পাক সেনা ও পুলিশের শীর্ষকর্তারা, নাম ও ছবি প্রকাশ করল ভারত

আপডেট: ১১:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

সুত্রঃ আনন্দবাজার পত্রিকা, কলকাতা
প্রকাশকাল: ১২ মে ২০২৫ | ডেস্ক রিপোর্ট, বাংলার প্রভাত

ভারতীয় সেনাবাহিনী রোববার দাবি করেছে, সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এ নিহত পাকিস্তানি জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন পাকিস্তানের সেনা ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এদিন ভারত তাদের নাম, ছবি ও পদমর্যাদা প্রকাশ করে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া জানায়।

প্রকাশিত পাঁচ জন পাক শীর্ষকর্তা:

  • লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ হোসেন শাহ — লাহোরের আইভি কর্পসের কমান্ডার

  • মেজর জেনারেল রাও ইমরান সরতাজ — লাহোরের ১১তম ইনফ্যান্ট্রি ডিভিশনের সঙ্গে যুক্ত

  • ব্রিগেডিয়ার মহম্মদ ফুরকান শাব্বির

  • উসমান আনোয়ার — পাঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল (IG)

  • মালিক শোয়েব আহমেদ ভের্থ — পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য

ভারতীয় সেনাবাহিনী যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায় লশকর-এ-তইয়বা জঙ্গি হাফিজ আব্দুল রউফ এক শোকসভায় ভাষণ দিচ্ছেন, যেখানে উপস্থিত ওই পাঁচজন শীর্ষকর্তাও দৃশ্যমান। অভিযোগ অনুযায়ী, নিহত জঙ্গিদের মরদেহ পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া ছিল, এবং তাদের ‘শহিদের মর্যাদা’ দেওয়া হয়েছে।

ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়া:

ভারতের পররাষ্ট্রসচিব এক বিবৃতিতে বলেন,

“এটি শুধু সন্ত্রাসবাদের মদদ নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি। পাকিস্তান জঙ্গিদের জাতীয় সম্মানে দাফন করে নিজেদের আসল অবস্থান আবারও স্পষ্ট করেছে।”

তিনি আরও বলেন, ভারত এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে প্রমাণসহ বিষয়টি তুলে ধরা হবে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া:

ওয়াশিংটন, লন্ডন ও প্যারিসে ভারতীয় দূতাবাস ইতোমধ্যেই ওই ছবিসহ রিপোর্ট পাঠিয়েছে বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্স–কে বলেন,

“এমন ঘটনাগুলি যদি সত্যি হয়, তা অত্যন্ত উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিটি রাষ্ট্রের একতাবদ্ধ অবস্থান জরুরি।”

ইউরোপীয় ইউনিয়নের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন,

“রাষ্ট্রীয়ভাবে এমন আচরণ আন্তর্জাতিক মানবাধিকার ও নিরাপত্তা নীতির পরিপন্থী।”

পাকিস্তানের প্রতিক্রিয়া:

পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে,

“ভারতের হামলায় কিছু নিরীহ নাগরিক নিহত হয়েছেন। তাদেরই যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়েছে। ভারত মিথ্যা প্রচার চালাচ্ছে।”

উপসংহার:

দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার পাশাপাশি এবার কূটনৈতিক স্তরেও উত্তাপ ছড়াচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

রিপোর্ট: বাংলার প্রভাত নিউজডেস্ক
সুত্রঃ আনন্দবাজার পত্রিকা, কলকাতা