নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা: পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে জয়
বর আজমের ৬৪ রানও ব্যর্থ, নিউজিল্যান্ডের ব্যাটিং-বোলিংয়ে ধসে পড়ল পাকিস্তান. ছবিঃ সংগৃহীত
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করল নিউজিল্যান্ড। বুধবার (১৯ জানুয়ারি) স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৩২০ রানের বড় লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাবে ১৬ বল হাতে রেখে ২৬০ রানে অলআউট হয় পাকিস্তান। এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফিতে শক্তিশালী বার্তা দিল টিম কিউই।
নিউজিল্যান্ডের ব্যাটিং ঝড়
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়ং এবং ডেভন কনওয়ে মিলে দ্রুত রান তুলতে থাকেন। তবে কনওয়ে (১৭ বলে ১০ রান) এবং কেন উইলিয়ামসন (২ বলে ১ রান) দ্রুত আউট হয়ে গেলেও উইল ইয়ং এক প্রান্ত আগলে রেখে ইনিংস গুছিয়ে নেন। ১০৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে তিনি দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।
মিডল অর্ডারে টম লাথাম এবং গ্লেন ফিলিপসের দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ড ৩২০ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। লাথাম ১০৪ বলে অপরাজিত ১১৮ রান করেন, যা ছিল তার ইনিংসের মূল চালিকাশক্তি। ফিলিপসও ৩৯ বলে ৬১ রানের দ্রুত ইনিংস খেলে দলের রানকে আরও ত্বরান্বিত করেন।
পাকিস্তানের ব্যাটিং ধস
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। ওপেনার সাউদ শাকিল (১৯ বলে ৪ রান) এবং মোহাম্মদ রিজওয়ান (১৪ বলে ৩ রান) দ্রুত আউট হয়ে গেলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। অধিনায়ক বাবর আজম ৯০ বলে ৬৪ রানের ইনিংস খেললেও তিনি পর্যাপ্ত সহযোগিতা পেলেন না।
মিডল অর্ডারে খুশদিল শাহ ৪৪ বলে ৬৯ রানের দ্রুত ইনিংস খেললেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। শেষ দিকে হারিস রাউফ (১০ বলে ১৯ রান) এবং নাসিম শাহ (১৫ বলে ১৩ রান) কিছু রান যোগ করলেও পাকিস্তান ১৬ বল হাতে রেখে ২৬০ রানে অলআউট হয়।
নিউজিল্যান্ডের বোলিংয়ে দাপট
নিউজিল্যান্ডের বোলাররা পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিলেন। মিচেল স্যান্টনার এবং উইলিয়াম ও’রর্কে তিনটি করে উইকেট শিকার করেন। ম্যাট হেনরি দুটি এবং নাথাম স্মিথ ও মিচেল ব্রাসওয়েল একটি করে উইকেট নেন।
শেষ কথা
এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের শক্তিশালী অবস্থান জানান দিয়েছে। অন্যদিকে, পাকিস্তানকে এখনই ঘুরে দাঁড়াতে হবে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে তাদের ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই উন্নতি করতে হবে।
#চ্যাম্পিয়নসট্রফি #নিউজিল্যান্ড #পাকিস্তান #ক্রিকেট #টমলাথাম #বাবরআজম