আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে অন্তত ১৫ জন শিক্ষক আহত হন।
পুলিশ ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, আজ দুপুরে শিক্ষকরা সচিবালয় অভিমুখে মিছিল বের করেন। তবে প্রেসক্লাবের সামনে এসে পুলিশ তাদেরকে রুখে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শিক্ষকদের ছত্রভঙ্গ করা হয়।
শিক্ষকরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবিগুলো হলো-
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ দ্রুত কার্যকর করা।
২. এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যাচাই-বাছাই ফাইল দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন প্রকাশ করা।
৩. স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা।
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসাগুলোতে প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা।
৫. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করা।
গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় শিক্ষকেরা বুধবার ভুখা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন।

















