শিরোনাম:
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
স্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রতিক্রিয়া পরিষেবা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহর মাইজদীর নাইস গেষ্ট হাউজের হল রুমে মঙ্গলবার রাতে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন,ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং, নোয়াখালী সিভিল সার্জন ডা.মরিয়ম সিমি, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সুপারিনটেন্ড ডা.মো.ফরিদ উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা, মাতৃত্বকালীন সেবা, জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং, প্রসূতি ফিস্টুলা প্রতিরোধ এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতার প্রতিক্রিয়াসহ মানসম্পন্ন মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করা এবং ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ২৪ ঘন্টা কার্যকরী উচ্চমানের সিইএমওএনসি পরিষেবা জোরদারে সহায়তার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
















