ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
📍 নারায়ণগঞ্জ প্রতিনিধি
🗓 ২৩ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ক্লাবঘর থেকে যুবলীগ নেতা জাহেদ খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বন্দরের মদনপুর এলাকার ওই ক্লাবঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার জাহেদ খন্দকার, আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাঁচগাঁও মনিহার গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবু সাঈদ খন্দকার।
ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজাহিদুল ইসলাম বলেন, “মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ছাত্রদল নেতা আল আমিনের একটি ক্লাবঘর থেকে জাহেদ খন্দকারকে আটক করে থানায় পাঠানো হয়েছে।”
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, জাহেদ খন্দকারের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, “তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং শিগগিরই তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হবে।”
এদিকে গ্রেপ্তারের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন ছাত্রদল নেতা আল আমিন। তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বর্তমানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। প্রতিদ্বন্দ্বী পক্ষ রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে মিথ্যাচার করছে।”