০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

লেব্রন-উডস এখন বিলিয়নিয়ার! খেলার দুনিয়ায় কারা কারা ঢুকলেন ফোর্বসের ধনীদের তালিকায়?

ডেস্ক নিউজ

খেলোয়াড়দের মধ্যে ফোর্বসের তালিকায় দুজন বর্তমান কিংবদন্তি

পৃথিবীর সবচেয়ে ধনী বিলিয়নিয়ারদের বার্ষিক তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যের সাময়িকী ফোর্বস। ২০২৫ সালের এই তালিকায় এখনও খেলছেন এমন মাত্র দুজন ক্রীড়াবিদ জায়গা করে নিয়েছেন—বাস্কেটবল সুপারস্টার লেব্রন জেমস ও গলফ আইকন টাইগার উডস।

অবসরে গেলেও টাকায় এখনো রাজত্ব করেন সাবেক তারকারা

অবসর নেওয়া ক্রীড়াবিদদের মধ্যেও রয়েছেন আলোচিত কয়েকজন—বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান এবং বডিবিল্ডার থেকে হলিউডের তারকা হওয়া আর্নল্ড শোয়ার্জনেগার। এদের মধ্যে জর্ডান এখনো ক্রীড়া ইতিহাসে সবচেয়ে ধনী অ্যাথলেট হিসেবে পরিচিত।

খেলোয়াড় না হয়েও ক্রীড়াঙ্গনে সম্পদের রাজা!

শুধু খেলোয়াড়রাই নয়, ধনীদের এই তালিকায় রয়েছেন খেলাধুলা সংশ্লিষ্ট আরও অনেকে। এর মধ্যে রয়েছেন ফুটবল, বাস্কেটবল ও আমেরিকান ফুটবল ক্লাবের মালিকরা। এমনকি ফোর্বসের শীর্ষ দশ ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন দুইজন ক্লাব মালিক।

ইতিহাস গড়লেন উডস ও জেমস

ক্যারিয়ার শেষ হওয়ার আগেই ইতিহাসের প্রথম দুই ক্রীড়াবিদ হিসেবে বিলিয়নিয়ারের স্বীকৃতি পেয়েছেন টাইগার উডস ও লেব্রন জেমস। খেলাধুলা থেকে আয় তো আছেই, তবে ব্যবসায়িক বুদ্ধিতেও পিছিয়ে নেই তাঁরা। লেব্রনের ফেনওয়ে স্পোর্টস গ্রুপের অংশ হিসেবে তাঁর মালিকানায় রয়েছে কনটেন্ট নির্মাণ প্রতিষ্ঠান, যার মালিকানায় আছে এমএলবির বোস্টন রেড সক্স ও ইপিএলের লিভারপুল ক্লাব।

সবচেয়ে ধনী অ্যাথলেট এখনো মাইকেল জর্ডান

২০০৩ সালে খেলা থেকে অবসর নেওয়া মাইকেল জর্ডান এখনো সবচেয়ে ধনী অ্যাথলেট। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩৫০ কোটি ডলার (৪২ হাজার ৩৬৩ কোটি টাকা)। খেলার আয় ছাড়াও এনবিএর দল শার্লট হর্নেটসের মালিকানা থেকে আয় করেছেন বিপুল অর্থ। যদিও ২০২৩ সালে তিনি শার্লট হর্নেটসের বেশির ভাগ অংশ বিক্রি করে দেন। দলের বর্তমান বাজার মূল্য প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার।

শোয়ার্জনেগারের সম্পদের উৎস সিনেমা ও রিয়েল এস্টেট

বডিবিল্ডিং থেকে হলিউডে যাত্রা করা আর্নল্ড শোয়ার্জনেগারের সম্পদের আর্থিক মূল্য প্রায় ১১০ কোটি ডলার। তাঁর বেশিরভাগ আয় আসে সিনেমা ও রিয়েল এস্টেটে বিনিয়োগ থেকে।

প্যারিস এফসির মালিক এখন বিশ্বের শীর্ষ ধনীদের একজন!

ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব প্যারিস এফসির নতুন মালিক এবং লুই ভুতনের চেয়ারম্যান বেরনার আরনাউও রয়েছেন এই তালিকায়। তাঁর মোট সম্পদ ১৭ হাজার ৮০০ কোটি ডলার। ফোর্বসের শীর্ষ পাঁচে থাকা এই ফরাসি ধনকুবের ২০২৪ সালে আগাশে স্পোর্টসের মাধ্যমে ক্লাবটির সিংহভাগ মালিকানা নেন।

লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের মালিকও আছেন ফোর্বসের টপ টেন-এ

তালিকার দশম স্থানে আছেন লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স বাস্কেটবল দলের মালিক স্টিভ বলমার। তাঁর মোট সম্পদ ১১ হাজার ৮০০ কোটি ডলার। মাইক্রোসফটের প্রধান নির্বাহী পদ ছেড়ে ২০১৪ সালে ক্লিপার্সকে ২০০ কোটি ডলারে কেনেন তিনি। এখন সেই দলের মূল্য দাঁড়িয়েছে ৪৬৫ কোটি ডলার।

এই তালিকা প্রমাণ করছে—খেলাধুলা এখন শুধু শারীরিক দক্ষতার খেলা নয়, বরং বিশাল অর্থনীতির একটি অংশ।

 

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

লেব্রন-উডস এখন বিলিয়নিয়ার! খেলার দুনিয়ায় কারা কারা ঢুকলেন ফোর্বসের ধনীদের তালিকায়?

আপডেট: ০১:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

খেলোয়াড়দের মধ্যে ফোর্বসের তালিকায় দুজন বর্তমান কিংবদন্তি

পৃথিবীর সবচেয়ে ধনী বিলিয়নিয়ারদের বার্ষিক তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যের সাময়িকী ফোর্বস। ২০২৫ সালের এই তালিকায় এখনও খেলছেন এমন মাত্র দুজন ক্রীড়াবিদ জায়গা করে নিয়েছেন—বাস্কেটবল সুপারস্টার লেব্রন জেমস ও গলফ আইকন টাইগার উডস।

অবসরে গেলেও টাকায় এখনো রাজত্ব করেন সাবেক তারকারা

অবসর নেওয়া ক্রীড়াবিদদের মধ্যেও রয়েছেন আলোচিত কয়েকজন—বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান এবং বডিবিল্ডার থেকে হলিউডের তারকা হওয়া আর্নল্ড শোয়ার্জনেগার। এদের মধ্যে জর্ডান এখনো ক্রীড়া ইতিহাসে সবচেয়ে ধনী অ্যাথলেট হিসেবে পরিচিত।

খেলোয়াড় না হয়েও ক্রীড়াঙ্গনে সম্পদের রাজা!

শুধু খেলোয়াড়রাই নয়, ধনীদের এই তালিকায় রয়েছেন খেলাধুলা সংশ্লিষ্ট আরও অনেকে। এর মধ্যে রয়েছেন ফুটবল, বাস্কেটবল ও আমেরিকান ফুটবল ক্লাবের মালিকরা। এমনকি ফোর্বসের শীর্ষ দশ ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন দুইজন ক্লাব মালিক।

ইতিহাস গড়লেন উডস ও জেমস

ক্যারিয়ার শেষ হওয়ার আগেই ইতিহাসের প্রথম দুই ক্রীড়াবিদ হিসেবে বিলিয়নিয়ারের স্বীকৃতি পেয়েছেন টাইগার উডস ও লেব্রন জেমস। খেলাধুলা থেকে আয় তো আছেই, তবে ব্যবসায়িক বুদ্ধিতেও পিছিয়ে নেই তাঁরা। লেব্রনের ফেনওয়ে স্পোর্টস গ্রুপের অংশ হিসেবে তাঁর মালিকানায় রয়েছে কনটেন্ট নির্মাণ প্রতিষ্ঠান, যার মালিকানায় আছে এমএলবির বোস্টন রেড সক্স ও ইপিএলের লিভারপুল ক্লাব।

সবচেয়ে ধনী অ্যাথলেট এখনো মাইকেল জর্ডান

২০০৩ সালে খেলা থেকে অবসর নেওয়া মাইকেল জর্ডান এখনো সবচেয়ে ধনী অ্যাথলেট। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩৫০ কোটি ডলার (৪২ হাজার ৩৬৩ কোটি টাকা)। খেলার আয় ছাড়াও এনবিএর দল শার্লট হর্নেটসের মালিকানা থেকে আয় করেছেন বিপুল অর্থ। যদিও ২০২৩ সালে তিনি শার্লট হর্নেটসের বেশির ভাগ অংশ বিক্রি করে দেন। দলের বর্তমান বাজার মূল্য প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার।

শোয়ার্জনেগারের সম্পদের উৎস সিনেমা ও রিয়েল এস্টেট

বডিবিল্ডিং থেকে হলিউডে যাত্রা করা আর্নল্ড শোয়ার্জনেগারের সম্পদের আর্থিক মূল্য প্রায় ১১০ কোটি ডলার। তাঁর বেশিরভাগ আয় আসে সিনেমা ও রিয়েল এস্টেটে বিনিয়োগ থেকে।

প্যারিস এফসির মালিক এখন বিশ্বের শীর্ষ ধনীদের একজন!

ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব প্যারিস এফসির নতুন মালিক এবং লুই ভুতনের চেয়ারম্যান বেরনার আরনাউও রয়েছেন এই তালিকায়। তাঁর মোট সম্পদ ১৭ হাজার ৮০০ কোটি ডলার। ফোর্বসের শীর্ষ পাঁচে থাকা এই ফরাসি ধনকুবের ২০২৪ সালে আগাশে স্পোর্টসের মাধ্যমে ক্লাবটির সিংহভাগ মালিকানা নেন।

লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের মালিকও আছেন ফোর্বসের টপ টেন-এ

তালিকার দশম স্থানে আছেন লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স বাস্কেটবল দলের মালিক স্টিভ বলমার। তাঁর মোট সম্পদ ১১ হাজার ৮০০ কোটি ডলার। মাইক্রোসফটের প্রধান নির্বাহী পদ ছেড়ে ২০১৪ সালে ক্লিপার্সকে ২০০ কোটি ডলারে কেনেন তিনি। এখন সেই দলের মূল্য দাঁড়িয়েছে ৪৬৫ কোটি ডলার।

এই তালিকা প্রমাণ করছে—খেলাধুলা এখন শুধু শারীরিক দক্ষতার খেলা নয়, বরং বিশাল অর্থনীতির একটি অংশ।