০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান

নিউজ ডেস্ক

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA)-কে ইসরায়েলকে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল কার্যক্রম থেকে স্থগিত করার আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (FAI)।

শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে ৭৪-২ ব্যবধানে এই প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েলের ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার দুটি গুরুত্বপূর্ণ বিধি লঙ্ঘন করেছে। এর একটি হলো কার্যকর বর্ণবাদবিরোধী নীতি বাস্তবায়ন ও প্রয়োগে ব্যর্থতা, অন্যটি হলো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি ক্লাবগুলোর খেলা আয়োজন, যা ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়াই হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে তুরস্ক ও নরওয়ের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধানরাও উয়েফাকে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছিলেন।

এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞরাও ফিফা (FIFA) ও উয়েফাকে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে স্থগিত করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের অনুসন্ধান কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের সময় ইসরায়েল গণহত্যা (genocide) করেছে বলে প্রমাণ মিলেছে।

FAI-এর প্রস্তাবটি এখন উয়েফার আলোচনার টেবিলে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৯

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান

আপডেট: ১০:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA)-কে ইসরায়েলকে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল কার্যক্রম থেকে স্থগিত করার আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (FAI)।

শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে ৭৪-২ ব্যবধানে এই প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েলের ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার দুটি গুরুত্বপূর্ণ বিধি লঙ্ঘন করেছে। এর একটি হলো কার্যকর বর্ণবাদবিরোধী নীতি বাস্তবায়ন ও প্রয়োগে ব্যর্থতা, অন্যটি হলো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি ক্লাবগুলোর খেলা আয়োজন, যা ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়াই হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে তুরস্ক ও নরওয়ের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধানরাও উয়েফাকে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছিলেন।

এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞরাও ফিফা (FIFA) ও উয়েফাকে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে স্থগিত করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের অনুসন্ধান কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের সময় ইসরায়েল গণহত্যা (genocide) করেছে বলে প্রমাণ মিলেছে।

FAI-এর প্রস্তাবটি এখন উয়েফার আলোচনার টেবিলে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।