গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক
তুরস্কের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শুক্রবার ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় থেকে এই পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রসিকিউশন অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, শুধু নেতানিয়াহু নয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরসহ মোট ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে।
তুর্কি কর্তৃপক্ষের অভিযোগ, ইসরায়েলি নেতৃত্ব গাজা উপত্যকায় “ব্যবস্থাগতভাবে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ” করেছে। বিশেষত, গাজায় অবস্থিত ‘তুর্কি-প্যালেস্টাইনীয় বন্ধুত্ব হাসপাতাল’–এ ইসরায়েলি বিমান হামলার ঘটনাটিকে এ অভিযোগের একটি প্রধান প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই হাসপাতালটি তুরস্কের সহায়তায় নির্মিত হয়েছিল এবং সেখানে বহু বেসামরিক নাগরিক চিকিৎসাধীন ছিলেন।
ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এই পরোয়ানাকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বা জনসংযোগের নাটক” (PR stunt) হিসেবে অভিহিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে একযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সমর্থন করেছিল। সেই ধারাবাহিকতায় এবার নিজস্ব আদালত থেকে তুরস্ক এ পদক্ষেপ নিলো, যা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।
















