শিরোনাম:
শার্শায় মাদক কারবারি জাহান আলী গ্রেফতার

ইয়ানূর রহমান : শার্শায় চিহ্নিত মাদক ব্যবসায়ি জাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পশ্চিম কোটা এলাকা থেকে তাকে গ্রেফতার হরা হয়। সে ঐ গ্রামের মৃত হজরত আলীর ছেলে।
পুলিশ জানায়, জাহান আলী মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামী। তাকে গ্রেফতারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত ছিল। বৃহস্পতিবার গভীর রাতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই গুরা চাঁদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম জাহান আলীকে গ্রেফতার করতে সক্ষম হন। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, জাহান আলীর নামে মাদক মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে।#















