আলোচনার জন্য পুতিনের সঙ্গে জেলেনস্কির বসা উচিত: ট্রাম্পের আহ্বান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় তিনি দুই নেতাকে আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসার প্রস্তাব দেন।
ট্রাম্প বলেন,
“পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে এখনও আগ্রহী নন। তবে রক্তপাত বন্ধে আলোচনা করা জরুরি। আমি আশা করি ইউক্রেন দ্রুত আলোচনায় রাজি হবে।”
তাঁর ভাষ্যমতে, যুদ্ধ থামাতে চুক্তির সম্ভাবনা না থাকলেও আলোচনায় অন্তত বোঝা যাবে, পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে। তাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র পরবর্তী কৌশল নির্ধারণে সক্ষম হবে।
জেলেনস্কির শর্ত: যুদ্ধবিরতি আগে
ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, আলোচনায় বসার আগে রাশিয়াকে অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। তিনি এই শর্ত সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
পুতিন ‘ব্যস্ত’, ট্রাম্পের কটাক্ষ:
বার্তায় ট্রাম্প বলেন,
“আমি মনে করছি ইউক্রেন চুক্তির ব্যাপারে সত্যিই আগ্রহী নয়। পুতিন বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদ্যাপন নিয়ে ব্যস্ত। অথচ সে বিজয় হতোই না যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া।”
ট্রাম্পের মন্তব্য নতুন করে আলোচনার উত্তাপ বাড়িয়েছে কূটনৈতিক মহলে। অনেকেই এটিকে ২০২৪ সালের মার্কিন নির্বাচনের সম্ভাব্য প্রার্থিতা সামনে রেখে তাঁর সক্রিয় অবস্থান হিসেবেও দেখছেন।
সুত্র: রয়টার্স, ট্রুথ সোশ্যাল
ছবি: রয়টার্স