মিচেল ও কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন রিশাদ হোসেন
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ লাহোর কালান্দার্সের হয়ে খেলে আলোচনায় আসা তরুণ বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন এবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন মাঠের বাইরের এক ঘটনায়। সম্প্রতি ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময় ড্যারিল মিচেল ও টম কারেনকে নিয়ে দেওয়া এক মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হলে, ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন এই ক্রিকেটার।
পিএসএলে পাঁচ ম্যাচে ৯ উইকেট শিকার করে নিজের প্রথম বিদেশি লিগ অভিজ্ঞতাকে দারুণভাবে কাজে লাগান রিশাদ। কিন্তু লিগ স্থগিত হওয়ার পর দেশে ফেরার পথে দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে রিশাদ বলেন,
“মিচেল আমাকে বলেছিল, সে আর কখনো পাকিস্তানে যাবে না। টম কারেন বাচ্চাদের মতো কাঁদছিল। তাকে দুই–তিনজন মিলে সামলাতে হয়েছিল।”
এই মন্তব্যই পরে ক্রিকেটমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই প্রশ্ন তোলেন, রিশাদ তাঁর সতীর্থদের সম্মানহানি করেছেন কি না।
ক্ষমা প্রার্থনা ও ব্যাখ্যা:
এই বিতর্কের পর গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে রিশাদ লেখেন:
“আমি জানতে পেরেছি যে আমার সাম্প্রতিক একটি মন্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং সংবাদমাধ্যমে তা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে… আমি ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।”
২২ বছর বয়সী রিশাদ আরও লেখেন,
“আমি লাহোর কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে সম্মান করি। আমরা সতীর্থ হিসেবে একে অপরের পাশে থেকেছি। আমার মন্তব্য যদি কারও মনে কষ্ট দিয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত।”
পিএসএল পুনরায় শুরু হতে পারে:
পাকিস্তানে সাময়িক যুদ্ধবিরতির পর পিএসএল ফের শুরু করার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে বাকি ম্যাচগুলো মাঠে গড়াতে পারে।
রিশাদ আশাবাদী,
“পিএসএল আবার শুরু হলে আমি আমার দলে যোগ দেব। এখন সেদিকেই তাকিয়ে আছি।”
তিনি বর্তমানে বাংলাদেশের আরেক তরুণ ক্রিকেটার নাহিদ রানার সঙ্গে ঢাকায় অবস্থান করছেন।
রিপোর্ট: বাংলার প্রভাত ক্রীড়া ডেস্ক
ছবি সূত্র: ফেসবুক, শামসুল হক