সেনাবাহিনীর সহায়তায় ১৯ বছর পর দেশে ফিরলেন ময়নুল
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার তালুক বাজিত গ্রামের রজ্জব আলীর ছেলে মো. ময়নুল হক দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরেছেন। এই প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ আর্মির ফেসবুক পোস্ট অনুযায়ী, মো. ময়নুল ২০০৬ সালে ঠিকাদারির কাজে সুদানের খার্তুমে পাড়ি জমান। কিন্তু শুরু হওয়া সুদান গৃহযুদ্ধ তার জীবন বিপর্যস্ত করে এবং তিনি অবরুদ্ধ অবস্থায় আবেই অঞ্চলে চলে যান। সেই সময় তার পাসপোর্টসহ সমস্ত বৈধ নথিপত্র হারিয়ে যায়, যার ফলে দেশে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
২০২৫ সালের মে মাসে বাংলাদেশ ব্যাটালিয়ন, ব্যানব্যাট-৩ এর একটি টহলদল আবেই বাজার এলাকায় তার সন্ধান পায়। সেনাবাহিনীর সদস্যরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরা নিশ্চিত করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়। এরপর ট্রাভেল পারমিট ইস্যু করা হয় এবং তার বিমান ভাড়া ও আনুষঙ্গিক খরচ মেটানো হয়।
ময়নুল হক ২৯ অক্টোবর জুবা, সাউথ সুদান থেকে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান। দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরে তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়ে গভীর আনন্দ ও আবেগ প্রকাশ করেন এবং সহায়তা প্রদানকারী সকলকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের মানবিক ও নাগরিক সেবা প্রদানে অংশগ্রহণের বিষয়টি গর্বের সঙ্গে জানিয়েছে এবং কোনো প্রয়োজনে দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।















