০২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০০ ঘর হস্তান্তর: প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ উদ্যোগ

ডেস্ক নিউজ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১১ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্যোগে দেশের চারটি বন্যাকবলিত জেলায় ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ৩০০টি ঘর বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিশেষ আবাসন প্রকল্পের আওতায় ফেনীতে ১১৯টি, নোয়াখালীতে ৯০টি, কুমিল্লায় ৭০টি এবং চট্টগ্রামে ৩০টি ঘরের চাবি সুবিধাভোগীদের হাতে তুলে দেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকেরা।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “সীমিত বাজেটের মধ্যেও সেনাবাহিনীর নেতৃত্বে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। দেশের দুর্যোগপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও জানান, বরাদ্দকৃত টাকার অর্ধেক ব্যয়ে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এর জন্য তিনি সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ঘরগুলো আধুনিক, পরিবেশবান্ধব এবং দুর্যোগ সহনশীলভাবে নির্মিত হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

পুনর্বাসনই প্রধান অগ্রাধিকার

দুর্যোগে ঘরহারা মানুষদের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি বলেন, “শুধু ঘর নয়, আমরা এই পরিবারগুলোকে একটি নতুন জীবনের ভিত্তি দিতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রকল্প বিস্তৃত করা হবে।”

উল্লেখ্য, চলতি বছরের প্রথমদিকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘনঘন বর্ষণ ও নদীভাঙনের কারণে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়ে। এই পুনর্বাসন উদ্যোগে তাৎক্ষণিক আশ্রয় পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঘরপ্রাপ্ত পরিবারগুলো।


Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:০২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০০ ঘর হস্তান্তর: প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ উদ্যোগ

আপডেট: ০২:০২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১১ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্যোগে দেশের চারটি বন্যাকবলিত জেলায় ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ৩০০টি ঘর বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিশেষ আবাসন প্রকল্পের আওতায় ফেনীতে ১১৯টি, নোয়াখালীতে ৯০টি, কুমিল্লায় ৭০টি এবং চট্টগ্রামে ৩০টি ঘরের চাবি সুবিধাভোগীদের হাতে তুলে দেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকেরা।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “সীমিত বাজেটের মধ্যেও সেনাবাহিনীর নেতৃত্বে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। দেশের দুর্যোগপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও জানান, বরাদ্দকৃত টাকার অর্ধেক ব্যয়ে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এর জন্য তিনি সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ঘরগুলো আধুনিক, পরিবেশবান্ধব এবং দুর্যোগ সহনশীলভাবে নির্মিত হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

পুনর্বাসনই প্রধান অগ্রাধিকার

দুর্যোগে ঘরহারা মানুষদের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি বলেন, “শুধু ঘর নয়, আমরা এই পরিবারগুলোকে একটি নতুন জীবনের ভিত্তি দিতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রকল্প বিস্তৃত করা হবে।”

উল্লেখ্য, চলতি বছরের প্রথমদিকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘনঘন বর্ষণ ও নদীভাঙনের কারণে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়ে। এই পুনর্বাসন উদ্যোগে তাৎক্ষণিক আশ্রয় পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঘরপ্রাপ্ত পরিবারগুলো।